০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

‘সৌদি প্রো লিগ : কিকঅফ’ সিরিজের নতুন ট্রেলার নেটফ্লিক্সে

‘সৌদি প্রো লিগ : কিকঅফ’ সিরিজের নতুন ট্রেলার নেটফ্লিক্সে -

নেটফ্লিক্স তাদের নতুন স্পোর্টস ডকসিরিজ ‘সৌদি প্রো লিগ : কিকঅফ’-এর প্রথম পূর্ণাঙ্গ ট্রেলার প্রকাশ করেছে, যা ২১ নভেম্বর স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসবে। এই ডকসিরিজটি ফুটবল ভক্তদের সৌদি প্রো লিগের অন্তরঙ্গ দৃশ্যপটে নিয়ে যাবে, যেখানে বিশ্বমানের লিগ হওয়ার স্বপ্ন নিয়ে কাজ করছে সৌদি আরব।
এই ছয় পর্বের সিরিজটি হুইস্পার প্রযোজনা করেছে এবং সৌদি আরবের পাঁচটি ফুটবল ক্লাবের যাত্রা নিয়ে আলোচনা করবে- আল নাসর, আল হিলাল, আল ইত্তিহাদ, আল আহলি এবং আল এত্তিফাক-যারা নিজেদের ক্লাবকে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন বানানোর জন্য লড়াই করছে।
এই সিরিজে ফুটবল ভক্তরা দেখবেন ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব আল নাসরে, যেখানে তিনি দলের জয়লাভের জন্য নিরন্তর পরিশ্রম করছেন, করিম বেনজেমার নতুন বাস্তবতায় অভ্যস্ত হওয়ার চ্যালেঞ্জ আল ইত্তিহাদে এবং আল হিলালের নেইমারকে নিয়ে চাঞ্চল্যকর মুহূর্ত, যেখানে ক্লাব এবং সমর্থকরা ইনজুরির পরও একে অপরকে সমর্থন দিয়ে চলেছে।
এছাড়া সিরিজে স্টিভেন জেরার্ডের নেতৃত্বে আল-এত্তিফাক ক্লাবের পুনঃউজ্জীবন এবং আল-আহলির মাতিয়াস জায়সলের অধীনে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের উদ্দেশ্য নিয়েও আলোচনা হবে, যেখানে ২০২২ সালে তাদের অবনমন থেকে ফিরে আসার চ্যালেঞ্জ রয়েছে।
এছাড়া, আল-হিলালের সালেম আল-দওসারি, আল-আহলির ফেরাস আল-বুরাইকান, আল-ইত্তিহাদে তালাল হাজি এবং আল-নাসরের আব্দুল রহমান ঘারিবের মতো প্রতিষ্ঠিত ও উদীয়মান স্থানীয় প্রতিভারাও গ্লোবাল তারকাদের মধ্যে নিজেদের প্রতিভা প্রমাণ করার জন্য প্রস্তুত, যা সৌদি ফুটবলের নতুন প্রজন্মের উদ্যম ও আবেগ তুলে ধরবে।
বিশ্বের শীর্ষ খেলোয়াড়, কোচ ও মন্তব্যকারীদের এক্সক্লুসিভ সাক্ষাৎকারের মাধ্যমে, এই সিরিজটি সৌদি প্রো লিগের ভবিষ্যৎ গঠনে যে পরিবর্তনগুলো ঘটছে তার পেছনের কাহিনীও তুলে ধরবে।


আরো সংবাদ



premium cement
'এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে’, শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা জবির ঐক্যের মঞ্চে থাকবেন হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা প্রধান উপদেষ্টার সংলাপে যাবেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল লেবাননে যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু বরিশালে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার নিহত ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু দূতাবাসের নিরাপত্তার বিষয়ে ভিয়েনা কনভেনশনে কী আছে? পাবনায় আগ্নেয়াস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক ৩ আবারো সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল জেলা প্রশাসন সিলেট সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি : ৩ স্টেশনে বন্ধ আমদানি-রফতানি থাইল্যান্ডে বন্যায় প্রাণহানি বেড়ে ২৫

সকল