০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

আতিফ আসলাম যেভাবে তরুণদের হৃদয়ে জায়গা পেয়েছেন

আতিফ আসলাম যেভাবে তরুণদের হৃদয়ে জায়গা পেয়েছেন -

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত জনপ্রিয় সিনেমা আজব প্রেম কি গজব কাহানিতে আতিফ আসলামের গাওয়া দু’টি গান ‘তেরা হোনে লাগা হুঁ’ ও ‘তু জানে না’ আজো শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়। এক যুগের বেশি সময় পরও গান দু’টি সেই প্রভাব হারায়নি। কী আছে এই গানে যে এতদিন পরও শ্রোতাদের মন ছুঁয়ে যায়? এর উত্তরে বলা যায়, গান দু’টির বৈচিত্র্যই মূল আকর্ষণ। যদিও একে অপরের পর পর শোনা হলে কিছুটা একই রকম লাগতে পারে, তবুও তাদের মধ্যে রয়েছে তীব্র পার্থক্য। প্রথম গানটি আনন্দের উচ্ছ্বাস এবং দ্বিতীয় গানটি বেদনার মাধুর্য বহন করে। এই বৈচিত্র্যময় অনুভূতি থেকেই হয়তো আতিফের গান মানুষের হৃদয়ে গভীরভাবে বদ্ধমূল হয়ে যায়। তবে আতিফ আসলামের কণ্ঠের জাদু শুধু এই দু’টি গানে সীমাবদ্ধ নয়। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত রেস সিনেমার ‘পেহলি নজর মে’ বা ২০০৮ সালের কলিযুগ সিনেমার ‘আদাত’-এর মতো গানগুলোও আজো শ্রোতাদের কাছে অমর হয়ে আছে। এই গানগুলোর জনপ্রিয়তা এমনভাবে বৃদ্ধি পেয়েছিল যে, সময় যতই গড়িয়েছে, সেগুলো আজো সমানভাবে শোনা হয়। নতুন প্রজন্মও এখন সেগুলো নিয়মিত শোনে এবং ভালোবাসে। গানগুলোর মধ্যে সুর, সঙ্গীত এবং কথার এমন এক মিশ্রণ রয়েছে, যা শ্রোতাদের মন এবং অনুভূতির সাথে খুব সহজে মিশে যায়। আতিফ আসলাম, পাকিস্তানের ওয়াজিরাবাদে ১৯৮৩ সালে জন্মগ্রহণকারী এই শিল্পী, পেশায় ছিলেন বিজ্ঞান বিভাগের ছাত্র এবং প্রথম জীবনে ক্রিকেটারের স্বপ্ন দেখতেন। কিন্তু ভাগ্য তাকে অন্য দিকে টেনে নেয়। ২০০৪ সালে জলপরী অ্যালবাম দিয়ে সঙ্গীত জগতে পা রাখেন আতিফ। তারপর ২০০৫ সালে জেহের সিনেমার ‘ওহ লমহে’ গান দিয়ে বলিউডে প্লেব্যাক শুরুর পরই তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই গানটি ছিল বলিউড সঙ্গীতের ইতিহাসে একটি মাইলফলক।
তবে শুধু গানই নয়, আতিফ আসলামের অভিনয়ও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিল। ২০১১ সালে তিনি উর্দু চলচ্চিত্র বল এ প্রথম অভিনয় করেন, যদিও তার প্রধান পরিচিতি মূলত তার গানের জন্য। এছাড়া তিনি বজরঙ্গি ভাইজান সিনেমার ‘তু চাহিয়ে’ এবং টাইগার জিন্দা হ্যায় সিনেমার ‘দিল দিয়া গল্লা’-এর মতো গানে প্লেব্যাক করেছেন।


আরো সংবাদ



premium cement
এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে : শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা জবির ঐক্যের মঞ্চে থাকবেন হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা প্রধান উপদেষ্টার সংলাপে যাবেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল লেবাননে যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু বরিশালে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার নিহত ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু দূতাবাসের নিরাপত্তার বিষয়ে ভিয়েনা কনভেনশনে কী আছে? পাবনায় আগ্নেয়াস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক ৩ আবারো সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল জেলা প্রশাসন সিলেট সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি : ৩ স্টেশনে বন্ধ আমদানি-রফতানি থাইল্যান্ডে বন্যায় প্রাণহানি বেড়ে ২৫

সকল