বিরতির পরই দু’জনেই ফিরলেন অভিনয়ে...
- বিনোদন প্রতিবেদক
- ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
নাট্যাঙ্গনের প্রিয় দুই মুখ ইউসুফ রাসেল ও তাশদিক নমিরা আহমেদ। ব্যক্তিগত কারণে ইউসুফ রাসেল দুই বছর ও নমিরা চার বছর অভিনয় থেকে দূরে ছিলেন। বিরতির পর তারা দু’জন আবারো অভিনয় অঙ্গনে ব্যস্ত হয়ে উঠেছেন। মুরাদ পারভেজ পরিচালিত মাসুদুল হাসানের নাট্যরূপ ও সংলাপে এটিএন বাংলায় প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’তে তারা দু’জন আবারো একসঙ্গে অভিনয় করছেন। নমিরা জানান এই ধারাবাহিকে তিনি সীমানা চরিত্রে অভিনয় করছেন আট শত পর্ব থেকে। তার স্বামীর চরিত্রে অভিনয় করছেন ইউসুফ রাসেল। তবে এতদিন পর্দায় সীমানার স্বামীকে না দেখানো হলেও এখন গল্প এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে যে এখন নমিরা ও ইউসুফ রাসেলকে একসঙ্গে দর্শক পর্দায় দেখবেন। আর সেসব দৃশ্যেরই ধারণ করা হয় গেলো শনিবার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে। এর আগে মুরাদ পারভেজের পরিচালনায় তারা দু’জন ধারাবাহিক নাটক ‘রেডিও জকি’তে অভিনয় করেছিলেন তারা। আবার লুৎফুন্নাহার মৌসুমীর ‘জয়িতা’ নাটকেও তারা দু’জন একসঙ্গে অভিনয় করেছিলেন। অনেকটা সময় পর তারা দু’জন একসঙ্গে মুরাদ পারভেজ’র ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিকে অভিনয় করছেন। তাশদিক নমিরা আহমেদ বলেন, ‘বলা যায় মুরাদ পারভেজ আমার পুরোনো ভাই বন্ধু। তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা চমৎকার। যে কারণে তার নির্দেশনায় কাজ করতে ভালোলাগে। আমি তার নির্দেশনায় এর আগে রেডিও জকি, তৃতীয় পুরুষ’সহ আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। কিছু দিন আগেও একটি নতুন নাটকে অভিনয় করা হলো। তিনি ভীষণ যতœ নিয়ে নাটক নির্মাণ করেন। তো আমাদের পরিকল্পনা আছে আগামীতে আরো বেশকিছু কাজ একসঙ্গে করার। স্মৃতির আল্পনা আঁকিতে আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। আমি ভীষণ উপভোগ করছি।’ ইউসুফ রাসেল বলেন, ‘মুরাদ ভাইয়ের অনুপ্রেরণাতেই আবারো আমার অভিনয়ে ফেরা। আসলে দুই বছর আমি আমার ব্যক্তিগত কারণে অভিনয় থেকে দূরে ছিলাম। তবে মঞ্চে ও বিজ্ঞাপনে আমি নিয়মিত ছিলাম। যেহেতু আবারো টিভি নাটকে কাজ শুরু করেছি, আশা করছি এখন থেকে নিয়মিত অভিনয় করবো। এই অঙ্গনের সকলের সহযোগিতা কামনা করছি।’ ‘ভিট চ্যানেল আই’ তারকা নমিরার প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমির ‘ফু’। রাসেলের প্রথম নাটক ছিল জনপ্রিয় ধারাবাহিক নাটক নিমা রহমানের ‘গুলশান এভিনিউ’। রাসেল প্রথম নাট্যদল ‘সিএটি’র সাথে যুক্ত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা