১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিরতির পরই দু’জনেই ফিরলেন অভিনয়ে...

বিরতির পরই দু’জনেই ফিরলেন অভিনয়ে... -

নাট্যাঙ্গনের প্রিয় দুই মুখ ইউসুফ রাসেল ও তাশদিক নমিরা আহমেদ। ব্যক্তিগত কারণে ইউসুফ রাসেল দুই বছর ও নমিরা চার বছর অভিনয় থেকে দূরে ছিলেন। বিরতির পর তারা দু’জন আবারো অভিনয় অঙ্গনে ব্যস্ত হয়ে উঠেছেন। মুরাদ পারভেজ পরিচালিত মাসুদুল হাসানের নাট্যরূপ ও সংলাপে এটিএন বাংলায় প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’তে তারা দু’জন আবারো একসঙ্গে অভিনয় করছেন। নমিরা জানান এই ধারাবাহিকে তিনি সীমানা চরিত্রে অভিনয় করছেন আট শত পর্ব থেকে। তার স্বামীর চরিত্রে অভিনয় করছেন ইউসুফ রাসেল। তবে এতদিন পর্দায় সীমানার স্বামীকে না দেখানো হলেও এখন গল্প এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে যে এখন নমিরা ও ইউসুফ রাসেলকে একসঙ্গে দর্শক পর্দায় দেখবেন। আর সেসব দৃশ্যেরই ধারণ করা হয় গেলো শনিবার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে। এর আগে মুরাদ পারভেজের পরিচালনায় তারা দু’জন ধারাবাহিক নাটক ‘রেডিও জকি’তে অভিনয় করেছিলেন তারা। আবার লুৎফুন্নাহার মৌসুমীর ‘জয়িতা’ নাটকেও তারা দু’জন একসঙ্গে অভিনয় করেছিলেন। অনেকটা সময় পর তারা দু’জন একসঙ্গে মুরাদ পারভেজ’র ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিকে অভিনয় করছেন। তাশদিক নমিরা আহমেদ বলেন, ‘বলা যায় মুরাদ পারভেজ আমার পুরোনো ভাই বন্ধু। তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা চমৎকার। যে কারণে তার নির্দেশনায় কাজ করতে ভালোলাগে। আমি তার নির্দেশনায় এর আগে রেডিও জকি, তৃতীয় পুরুষ’সহ আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। কিছু দিন আগেও একটি নতুন নাটকে অভিনয় করা হলো। তিনি ভীষণ যতœ নিয়ে নাটক নির্মাণ করেন। তো আমাদের পরিকল্পনা আছে আগামীতে আরো বেশকিছু কাজ একসঙ্গে করার। স্মৃতির আল্পনা আঁকিতে আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। আমি ভীষণ উপভোগ করছি।’ ইউসুফ রাসেল বলেন, ‘মুরাদ ভাইয়ের অনুপ্রেরণাতেই আবারো আমার অভিনয়ে ফেরা। আসলে দুই বছর আমি আমার ব্যক্তিগত কারণে অভিনয় থেকে দূরে ছিলাম। তবে মঞ্চে ও বিজ্ঞাপনে আমি নিয়মিত ছিলাম। যেহেতু আবারো টিভি নাটকে কাজ শুরু করেছি, আশা করছি এখন থেকে নিয়মিত অভিনয় করবো। এই অঙ্গনের সকলের সহযোগিতা কামনা করছি।’ ‘ভিট চ্যানেল আই’ তারকা নমিরার প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমির ‘ফু’। রাসেলের প্রথম নাটক ছিল জনপ্রিয় ধারাবাহিক নাটক নিমা রহমানের ‘গুলশান এভিনিউ’। রাসেল প্রথম নাট্যদল ‘সিএটি’র সাথে যুক্ত ছিলেন।


আরো সংবাদ



premium cement
১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিলো মন্ত্রণালয় আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক বিএনপিতে সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবে না : কাজী মফিজুর তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে যা বললেন ট্রাম্প সার আমদানির এলসি মার্জিন শিথিল করল বাংলাদেশ ব্যাংক খুলনায় ডিবি সদস্যদের ওপর হামলা, আহত ৩ বৃহস্পতিবার প্রথম ঘণ্টায় ডিএসই সূচক ৬৪.৭৩ পয়েন্ট বেড়েছে বিদেশে আসিফ নজরুলকে হয়রানি : জেনেভার কাউন্সেলরকে প্রত্যাহার শিবালয়ে বিআইডব্লিউটিএয়ের ড্রেজার পাইপে আগুন আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতারা, ৫ লাখ টাকা অনুদান রূপগঞ্জে ফতুল্লা ব্যবসায়ীর ৭ টুকরো লাশটির পরিচয় মিলেছে

সকল