গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৫
- বিনোদন প্রতিবেদক
- ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
নারী শিল্পীদের জয়জয়কার, বিয়ন্সে করেন রেকর্ড আগামী বছরের গ্র্যামি অ্যাওয়ার্ড-২০২৫ এর মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে এবং এ বছরও সঙ্গীত দুনিয়ায় নারীদের আধিপত্যের প্রতিফলন দেখা গেছে। জনপ্রিয় পপ সম্রাজ্ঞী বিয়ন্সে সর্বোচ্চ ১১টি মনোনয়ন নিয়ে ইতিহাস তৈরি করেছেন। তার অ্যালবাম ‘কাউবয় কার্টার’ এই সংখ্যক মনোনয়ন পেয়েছে, যা গ্র্যামি ইতিহাসে এক নতুন রেকর্ড।
এছাড়া, ৯৯টি গ্র্যামি মনোনয়ন নিয়ে বিয়ন্সে নিশ্চিত করেছেন যে, তিনি এখন পর্যন্ত গ্র্যামির ইতিহাসে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া শিল্পী। এই অ্যালবামের জন্য তিনি গ্র্যামির বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগগুলো হল :
প্রধান বিভাগগুলোর মনোনয়ন :
রেকর্ড অফ দ্য ইয়ার ‘টেক্সাস হোল্ড ‘এম’ -বিয়ন্সে ‘ফোর্টনাইট’- টেলর সুইফট ও পোস্ট ম্যালোন ‘গুড লাক, বেব!’ চ্যাপেল রোন ‘বার্ডস অফ এ ফেদার’ বিলি আইলিশ।
‘এসপ্রেসো’ সাবরিনা কারপেন্টার অ্যালবাম অফ দ্য ইয়ার ‘কাউবয় কার্টার’-বিয়ন্সে ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ টেলর সুইফট। ‘শর্ট এন’ সুইট’ সাবরিনা কারপেন্টার। ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ বিলি আইলিশ। ‘দ্য রাইজ অ্যান্ড ফল অফ এ মিডওয়েস্ট প্রিন্সেস’ চ্যাপেল রোন সং অফ দ্য ইয়ার। টেক্সাস হোল্ড ‘এম’ -বিয়ন্সে
‘বার্ডস অফ এ ফেদার’ বিলি আইলিশ। ‘ডাই উইথ এ স্মাইল’ লেডি গাগা ও ব্রুনো মার্স ‘ফোর্টনাইট’ টেলর সুইফট ও পোস্ট ম্যালোন। ‘গুড লাক, বেব!’ – চ্যাপেল রোন
‘প্লিজ প্লিজ প্লিজ’ সাবরিনা কারপেন্টার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা