২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অভিনয় জীবনের তিন দশক পেরিয়ে কোহিনূর

-

কোহিনূর আলম, বাংলাদেশের মঞ্চের, টিভি নাটকের ও সিনেমার দাপুটে অভিনেতা। বন্ধু রোমেনের দুই বোন কলি ও সুমীর সাথে ‘বাংলাদেশ থিয়েটার’-এ যেতে যেতে শখের বশেই অভিনয়ের প্রতি প্রবল আগ্রহে একসময় এই দলের সাথে যুক্ত হয়েই ১৯৯০ সালে মঞ্চে অভিনয় শুরু করেন। এই দলের হয়ে ‘সি মোরগ’ নাটকে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছিলেন তিনি। এরপর ২০০০ সালে এই দল ছেড়ে যোগ দেন নাট্যজনে। নাট্যজনের হয়ে তিনি মঞ্চে অভিনয় করেছেন ‘তেভাগার পালা’ ও ‘অলীক বাবু’ নাটকে। এই দু’টি নাটকেই তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে আলোচনায় ছিলেন। তবে দলটির প্রতিষ্ঠাতা তবিবুল ইসলাম বাবুর প্রয়াণের পর দলটির কার্যক্রম এখন আর আগের মতো নেই। কোহিনূরও নেই এই দলে। তিনি এখন ‘নাট্যতীর্থ’র সাথে যুক্ত আছেন। এই দলের হয়ে ‘দ্বীপ’ ও ‘জুলিয়াস সিজার’ নাটকে নিয়মিত অভিনয় করছেন। টিভিতে কোহিনূর প্রথম অভিনয় করেন সদ্য প্রয়াত নাট্যপরিচালক মনির হোসেন জীবন পরিচালিত ‘অনাকাক্সিক্ষত সুখ’ নামক একটি ধারাবাহিক নাটকে। তবে এই নাটকটি প্রচারে আসেনি। তার অভিনীত প্রথম প্রচারিত টিভি নাটক রবিন খানের ‘স্বপ্নের সিঁড়ি’। এরপর তিনি আমজাদ হোসেন, সাইদুল আনাম টুটুল, ফেরদৌস হাসান রানা, চয়নিকা চৌধুরী, সৈয়দ শাকিল, এস এ হক অলিক, মুরাদ পারভেজ, জুয়েল মাহমুদসহ আরো অনেক পরিচালকের নাটকে অভিনয় করেছেন। মো: আবুল হাশেম ও মঞ্জিলা বেগমের সন্তান কোহিনূর আলমের প্রথম সিনেমাতে অভিনয় প্রয়াত চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শাস্তি’ সিনেমায়। এর পরপরই তিনি নায়িকা কবরী পরিচালিত প্রথম সিনেমা ‘আয়না’তে অভিনয় করেন। এরপর তিনি ‘দেবদাস’, ‘বিয়ে বাড়ি’, ‘দুই পুরুষ’, ‘বৃহন্নলা’, ‘চন্দ্রগ্রহণ’, ‘এই তো প্রেম’সহ আরো বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। কোহিনূও অভিনীত আলোচিত নাটকের মধ্যে ‘মহানগর’, ‘রেডিও জকি’, ‘মানবজমিন’, ‘নাইওরি’ বিশেষভাবে উল্লেখযোগ্য। নিজের অভিনয় জীবনের পথচলা প্রসঙ্গে কোহিনূর বলেন, ‘আমার তো আসলে অভিনেতা হওয়ারই কথা ছিল না। একজন ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল আমার। স্কুল-কলেজে পড়ার সময় টুকটাক অভিনয় করতাম। আর স্কুল-কলেজ পালিয়ে সিনেমা দেখতাম। তো বন্ধু রোমেনের দুই বোনের বাংলাদেশ থিয়েটারে যাওয়া দেখে, তাদের সাথে সময় কাটাতে কাটাতে আমারও অভিনয় করার শখ জাগে। হয়ে গেলাম অভিনেতা। সত্যি বলতে কী, একজন শিল্পী যে অবস্থানে থাকে সে অবস্থানে থেকে অভিনয়ে সন্তুষ্ট হওয়ার সুযোগ থাকে না। কারণ অভিনয়ে শিল্পীর অতৃপ্তি থেকেই যায়।


আরো সংবাদ



premium cement
নির্বাচনে আওয়ামী অধিকার সশস্ত্র বাহিনী বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে : অধ্যাপক ইউনূস কুবিতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন ব্যাংক খাত সংস্কারে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা সোমবার ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর ব্রাজিল সফরকালে ইউক্রেনে শান্তি ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান শি’র রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা ঈশ্বরগঞ্জে টিসিবির পুরনো তালিকা, সাধারণ মানুষের ক্ষোভ যুক্তরাজ্যের প্রায় আড়াই শ’ ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করছে : এইচএসবিসি

সকল