‘তুমি শোনো আমি গাই’
- বিনোদন প্রতিবেদক
- ০৫ নভেম্বর ২০২৪, ০০:০০
আগামী ৯ নভেম্বর রাজধানীতে সন্ধ্যার ছায়া নামার সাথে সাথেই একসাথে একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী পুতুল ও তার স্বামী গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক সৈয়দ রেজা আলী। সেদিন রাজধানীর কারওয়ান বাজারের ট্রেড সেন্টারে টিকিটের বিনিময়ে উপস্থিত শ্রোতা দর্শককে গান গেয়ে শোনাবেন পুতুল-রেজা। বিয়ষটি নিশ্চিত করেছেন এই দম্পতি। হারানো দিনের গান বলতে যা বুঝি কিংবা পুরোনো দিনের গান বলতে আমরা যা বুঝি তাই পরিবেশন করবেন দু’জন। পুতুল-রেজা জানান, এবারই প্রথম তারা দু’জন একসাথে একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছেন। যে কারণে দু’জনই ভীষণ উচ্ছ্বসিত। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই সঙ্গীতানুষ্ঠান চলবে। এই অনুষ্ঠান আয়োজন করেছে ‘এনেটনসন নেটওয়ার্ক’। পুতুল বলেন, ‘মূলত এই গানে গানে সন্ধ্যার আয়োজনকে বলা যেতে পারে অ্যাকুস্টিক নাইট। রেজার হাতের স্পর্শে থাকবে গিটার আর আমার হাত স্পর্শ করবে হারমোনিয়াম। যন্ত্রের সাথে আমাদের কণ্ঠে বহমান থাকবে গান। একেবারেই আমাদের স্বর্ণালি সময়ের গানগুলো গাইব।
সেই সাথে আমার এবং রেজার মৌলিক গানও থাকবে পরিবেশনায়। মূলত আমরা সব ধরনের গানই গাওয়ার চেষ্টা থাকবে। থাকবে রবীন্দ্র সঙ্গীত, ফোক ও আধুনিক গান। বিষয়টি নিয়ে আমরা দু’জনই ভীষণ উচ্ছ্বসিত। যদিও এটি টিকিট শো কিন্তু তারপরও প্রবল আগ্রহ আমরা দেখতে পারছি আগ্রহী দর্শক শ্রোতাদের মধ্যে। আশা করছি, আমাদের জীবনের একটি স্মরণ সন্ধ্যা হয়ে উঠবে ৯ নভেম্বরের সন্ধ্যাটি।’ অফিসিয়ালি পুতুল আর আমার এটি প্রথম শো। যে কারণে আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত। আমরা চেষ্টা করব আমাদের এই উচ্ছ্বাস যেন আমাদের পারফরম্যান্সেও যেন থাকে। যেহেতু এ ধরনের আয়োজন আমাদের এবারই প্রথম, তাই যতটা ভালোভাবে গানগুলোতে নিজেদের কণ্ঠে উপস্থাপন করা যায় সেই চেষ্টাই থাকবে। আমার বিশ^াস, যারা আসবেন তারা এক রাশ মুগ্ধতা নিয়ে গন্তব্যে ফিরবেন ইনশাআল্লাহ। তো সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আমরা। পুতুলকে ধন্যবাদ, আমাকে অনুপ্রাণিত করার জন্য। সেই সাথে আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।’ পুতুল ও রেজার একমাত্র কন্যা ‘গীতিলীনা’। ২০২১ সালের ৩ এপ্রিল পুতুল রেজাকে বিয়ে করেন। গীতলীনার জন্ম ২০২২ সালের ২০ জুন। রেজার সুরে পুতুলের গাওয়া গানগুলো হচ্ছে- ‘বন্ধুরে’, ‘বিষাক্ত সুর’, ‘দূরত্ব’ ও ‘উধাও’।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা