২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তাদের নেতৃত্বে আবারো শুরু হচ্ছে ‘হা শো’

তাদের নেতৃত্বে আবারো শুরু হচ্ছে ‘হা শো’ -

বাংলাদেশের টিভি নাটকের অত্যন্ত প্রিয়মুখ অভিনেত্রী শবনম ফারিয়া। শবনম ফারিয়াকে কখনো নাটকে, কখনো বিজ্ঞাপনে আবার কখনো সিনেমাতেও অভিনয়ে দেখা গেছে। তিনি যে মাধ্যমেই কাজ করেছেন প্রতিটি মাধ্যমেই প্রশংসা কুড়িয়েছেন। দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন বারবার। এবারই প্রথম শবনম ফারিয়াকে দর্শক বিচারকের ভূমিকায় দেখবেন এনটিভিতে শিগগিরই শুরু হতে যাওয়া মাসের্ল ‘হা শো’-এর সপ্তম সিজনে। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের বহু প্রতিযোগীর মধ্য থেকে বাছাইকৃত বিভিন্ন পর্বের রেকর্ডিংয়ের কাজ শুরু হয়ে গেছে রাজধানীর তেজগাঁও অঞ্চলে এনটিভির স্টুডিওতে। যথারীতি বিচারক হিসেবে এবারো আছেন গুণী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান। তারা এর আগেও এই রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ করেছিলেন। এবারো উপস্থাপক হিসেবে আছেন আবু হেনা রনি। প্রথমবার এতবড় একটি রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ করা প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, ‘সত্যিই আমার ভীষণ ভালো লাগছে। কারণ এর আগে আমি এই হা শো-টিভিতে দেখতাম। আর এখন আমি একজন বিচারক হিসেবে প্রতিযোগীদের পারফরম্যান্স উপভোগ করছি। বিগত বেশ কয়েক মাস তো আসলে দেশের সার্বিক পরিস্থিতি খুব খারাপ ছিল। সবকিছু একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে এ ধরনের একটা কমেডি শোতে থাকা আমার জন্য রিফ্রেশিং বিষয় বলেই মনে হয়েছে। আর বিচারক হিসেবে এটাই আমার প্রথম কাজ। সেদিক বিবেচনায় পুরো বিষয়ই আমার কাছে ভীষণ উপভোগ্য হয়ে উঠছে।’ তুষার খান বলেন, ‘চমৎকার একটি পরিবেশের মধ্যে আমরা সবাই কাজ করছি, কাজের ফাঁকে ফাঁকে আমরা সবাই মজা করছি। যেহেতু এটা কমেডি শো, তাই ভালো লাগাটা আরো বেশি। এবারের প্রতিযোগীদের নিয়ে আমি আরো বেশি আশাবাদী।’ আমিন খান বলেন, ‘এ নিয়ে আমি চতুর্থবার হা শো-র বিচারক হিসেবে কাজ করছি। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই শো বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো। এমন একটি রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ করা সত্যিই খুব কঠিন। স্ট্যান্ডার্ড কমেডিকে জাতীয় পর্যায়ে নিয়ে আসাটা খুব কঠিন। আর কঠিন কাজটাই আমরা যারা করছি তাদের অনেক শ্রম দিতে হচ্ছে। এটা বলতেই হয় যে বাংলাদেশের আনাচে কানাচে অনেক প্রতিভাবান ছেলে-মেয়ে আছে যা এই শো না হলে জানাই হতো না। অসাধারণ কিছু প্রতিভাবান ছেলে-মেয়ে আমরা পেয়েছি। তাদের পারফরম্যান্সে মুগ্ধ হবেন সবাই।’ আবু হেনা রনি বলেন, ‘ভীষণ ভালো লাগার এটাই যে ২০১০ সালে এই শোতে আমি ফাইনালিস্টে পারফর্মার ছিলাম। আর এখন আমি উপস্থাপক। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই হা শো-এর নেপথ্যে যারা কাজ করছেন। যতটা প্রাণবন্তভাবে এই অনুষ্ঠান দর্শকের কাছে উপভোগ্য করে তোলা যায়, সেই চেষ্টাই করছি।’ ‘হা শো’ পরিচালনা করছেন কাজী মোহাম্মদ মোস্তফা ও জাহাঙ্গীর চৌধুরী। উল্লেখ্য, আবু হেনা রনি ২০১২’র মীরাক্কেল-এর সিক্স সিজনে চ্যাম্পিয়ন হয়েছিলেন।


আরো সংবাদ



premium cement
মতামত গ্রহণে ওয়েবসাইট চালু করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন কপ-২৯ সম্মেলনে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও এলডিসি’র ‘ওয়াকআউট’ আলোচনায় 'না' ভোট এবং 'ভোট রিকল' হাসানের জোড়া উইকেটের পরও ৩০০ পার করলো ওয়েস্ট ইন্ডিজ খাসিয়াদের বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে : উপদেষ্টা নাহিদ ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার গ্রেফতার ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশের ইস্যু তুলেও ঝাড়খণ্ডে জিততে পারেনি বিজেপি ‘নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না’

সকল