২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে লাকী বহিষ্কার

-

ছয় বছর ধরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান পদ আঁকড়ে থাকা লিয়াকত আলী লাকীকে অবশেষে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার ফেডারেশনের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ সভায় সর্বসম্মতিক্রমে লাকীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে ফেডারেশনের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য লাকী ইনামকে। এ ছাড়া অভিনেতা-নির্দেশক মামুনুর রশীদকে প্রধান করে ফেডারেশন পুনর্গঠন ও সংস্কারের জন্য পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটিও করা হয়েছে। ফেডারেশনের স্থায়ী সদস্য ২৩২টি নাট্য সংগঠনের মধ্যে ১৯১টির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
ফেডারেশন সূত্র জানায়, শুক্রবার সকালে প্রথমে নির্বাহী পরিষদের সভায় ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পরে দুপুরে সাধারণ পরিষদের সভায় সেই সিদ্ধান্তটি উথাপন করলে উপস্থিত সব সদস্যই সমস্বরে বহিষ্কার করার দাবি তোলেন। এ পরিপ্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে লাকীকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা হয়।
সভার মাধ্যমে ফেডারেশন পুনর্গঠনে গঠিত কমিটি তাদের করণীয় ঠিক করছে বলে জানিয়েছেন মামুনুর রশীদ। তিনি বলেন, চার সদস্য ইতোমধ্যে মনোনীত করা হয়েছে। একজন নারী সদস্য যুক্ত হবেন। আমরা পাঁচ সদস্য ফেডারেশন পুনর্গঠনে কাজ করব। আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক মলয় ভৌমিক, আহমেদ ইকবাল হায়দার ও নাদের চৌধুরী।
২০১৮ সালে ফেডারেশনের ২৩তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন লোকনাট্য দলের (সিদ্ধেশ্বরী) লিয়াকত আলী লাকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ঢাকা থিয়েটারের কামাল বায়েজিদ।
তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করার কথা থাকলেও লাকী নির্বাচন না দিয়ে সাড়ে ছয় বছর ধরে পদ দখলে রাখেন। ফেডারেশনের মেয়াদোত্তীর্ণ কমিটির স্বেচ্ছাচারিতা, অগঠনতান্ত্রিক ও অবৈধ কার্যক্রমের অভিযোগ তুলে গত বছর ‘সাধারণ নাট্যকর্মীবৃন্দ’ নামে একটি প্ল্যাটফর্ম থেকে লাকীর পদত্যাগের দাবিতে আন্দোলনেও নামেন থিয়েটার কর্মীরা।
মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, আহমেদ ইকবাল হায়দার, মলয় ভৌমিকসহ দেশের অগ্রজ নাট্যজনরা ফেডারেশনে দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারা ফেরানোর আহ্বান জানিয়ে প্রতিবাদ করেন। কিন্তু লাকী তাতে কর্ণপাত না করে বরং অগ্রজ নাট্যজনদের নিয়েও নেতিবাচক মন্তব্য করেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১২ আগস্ট শিল্পকলার মহাপরিচালকের পদ ছাড়েন লাকী। তবে ফেডারেশন থেকে পদত্যাগ করেননি। এ পরিপ্রেক্ষিতে ফেডারেশনে সংস্কারের ডাক দিয়ে শুক্রবার ঢাকার শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ফেডারেশনের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের পৃথক সভা ডাকেন ফেডারেশনের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য (কেন্দ্র) লাকী ইনাম।


আরো সংবাদ



premium cement
শিক্ষার্থীদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে : উপদেষ্টা নাহিদ ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার গ্রেফতার ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশের ইস্যু তুলেও ঝাড়খণ্ডে জিততে পারেনি বিজেপি ‘নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না’ বাঘায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার মানুষ যাতে বৈষম্যের শিকার না হয় সেই প্র্যাকটিস আমরা গড়ে তুলতে চাই : তারেক দিনের শুরুতে স্বস্তি এনে দিলেন হাসান মাহমুদ কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় : আইজিপি সাটুরিয়ায় তেলের পাম্পে আগুন

সকল