২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মুরাদ পারভেজের ‘শেষের গল্প’-এ দীপা

মুরাদ পারভেজের ‘শেষের গল্প’-এ দীপা -

নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজ যখন সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন, তখন দীপা খন্দকার জনপ্রিয়তার শীর্ষে। টানা নাটকের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন দীপা। সেই তখন থেকেই মুরাদ পারভেজের সাথে দীপা খন্দকারের সম্পর্কটা বন্ধুত্বের। কিন্তু কখনোই দীপার মুরাদ পারভেজের নির্দেশনায় কাজ করার সুযোগ হয়ে উঠেনি। অবশেষে বহু বছর পর হলেও দীপা খন্দকার মুরাদ পারভেজের পরিচালনায় একটি খণ্ডনাটকের কাজ করেছেন। নাটকের নাম ‘শেষের গল্প’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে আরো অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন ও রিফাত জাহানসহ আরো বেশ কয়েকজন। মুরাদ পারভেজ বলেন, ‘দীপার সাথে আমার সম্পর্কটা বন্ধুত্বের। কিন্তু কেন যেন এতদিন কাজ করা হয়ে উঠেনি। অবশেষে আমাদের একসাথে কাজ করা হলো। নিঃসন্দেহে দীপা একজন গুণী অভিনেত্রী। প্রথমবার একসাথে কাজ করে ভালো লাগল।’ দীপা খন্দকার বলেন, ‘শেষের গল্প নাটকটার গল্প চমৎকার। নাটকটির মূল ম্যাসেজ যদি বলতে হয় তাহলে বলা যায়, মানুষ তার জীবন চলার শেষে এসেও নতুন করে শুরু করতে পারে। এভাবেও জীবনের শেষ পর্যায়ে এসেও সফলতা আসতে পারে। এই নাটকে আমি মালিহা চরিত্রে অভিনয় করেছি। মুরাদের সাথে এর আগে আমার কখনো কাজ করা হয়নি। এবারই প্রথম তার নির্দেশনায় কাজ করা হলো। ভীষণ পরিপাটি আর গুছানো ইউনিট। আমার ভীষণ ভালো লেগেছে কাজ করে। এ ছাড়া সহশিল্পী হিসেবে যারা ছিলেন যেমন- শোভন ভাই, রিফাত, সবাই ভীষণ আন্তরিক। যে কারণে কাজটিও চমৎকার হয়েছে। আমি আশাবাদী এই কাজটি নিয়ে।


আরো সংবাদ



premium cement