২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘মায়া’ নিয়ে ইমন সারিকার প্রত্যাশা...

‘মায়া’ নিয়ে ইমন সারিকার প্রত্যাশা... -

একটা সময় একসাথে অনেক কাজে সম্পৃক্ত ছিলেন চিত্রনায়ক ইমন ও মডেল অভিনেত্রী সারিকা। সর্বশেষ তারা দু’জন ২০১৭ সালে সনক মিত্রের একটি বিজ্ঞাপনে একসাথে মডেল হিসেবে কাজ করেছিলেন। এরপর ইমন বেশ কয়েকটি সিনেমার কাজে ব্যস্ত ছিলেন আর সারিকা বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেন। মাঝে সাতটি বছর পেরিয়ে গেলেও আর দু’জনের একসাথে কোনো কাজ হয়নি। তবে এবারই প্রথম তারা ‘বিঞ্জ’ নামক ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। যেটি নির্মাণ করেছেন ‘পোড়ামন টু’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ খ্যাত মেধবী চলচ্চিত্র নির্মাতা রায়হান ও রাফি, তার নিজেরই রচিত গল্প। দু’জনই রাফির পরিচালনায় প্রথম কোনো কাজ করেছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু’জনের ভিন্ন লুক প্রকাশ পাওয়ায় দর্শকেরও ‘মায়া’ ফিল্মটির প্রতি আগ্রহ জন্মেছে। ফিল্মটির একটি মূল বার্তা আছে। কেন ‘মায়া’ ফিল্মটি দেখা উচিত এই প্রসঙ্গে ইমন বলেন, ‘মায়া মূলত সমসাময়িক গল্পের ফিল্ম। দুটো মানুষের একের প্রতি অন্যের মায়ার গল্প। দাম্পত্য জীবনে মানুষের নানান টানাপোড়েন থাকে। কিন্তু তার পরও কী অদ্ভূত মায়ায় মানুষ দু’জন দু’জনকে ভালোবেসে মায়ার বাঁধনে থেকে যায়, কাটিয়ে দেয় সারাটা জীবন। আছে আরো অনেক কিছু, যা আপাতত প্রকাশ করতে পারছি না। আমি রায়হান রাফির নির্দেশনায় কাজ করে সত্যিই ভীষণ উচ্ছ্বসিত। তার কাজের প্রতি একাগ্রতা, তার গল্প বলার ধরন, শিল্পীদের কাছ থেকে অভিনয় বের করে আনার টেকনিক এবং শিল্পীদের যথাযথভাবে পূর্ণ মনোযোগে থেকে অভিনয় করার পরিবেশ তৈরি করার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিয়ে অভিনয় করা-সবিমিরিয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যে কারণে মায়া নিয়ে আমি ভীষণ আশাবাদী। আর সারিকা আগের চেয়ে আরো পরিপূর্ণ। মায়া চরিত্রে তার অভিনয়ে মুগ্ধ হবেন দর্শক।’ সারিকা বলেন, আমরা সবাই যার যার অবস্থানে থেকে ভীষণ শ্রম দিয়েছি এই কাজটি করার জন্য।


আরো সংবাদ



premium cement
পিক‌নিকের বা‌সে ৩ শিক্ষার্থীর মৃত্যু : পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ বরখাস্ত ৭ ঘন কুয়াশায় ঢেকেছে কুড়িগ্রাম, তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস ‘স্বৈরাচার ও ফ্যাসীবাদমুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে’ রাশিয়ায় শিক্ষার্থীদের ‘নির্মমভাবে’ গ্রেফতারের বিরুদ্ধে ইরানের প্রতিবাদ সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই তাজরীন ট্র্যাজেডির এক যুগ : পুনর্বাসনের দাবি আহতদের সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ আজ জর্ডানে ইসরাইলি দূতাবাসের কাছে গুলি, বন্দুকধারী নিহত আহসান মঞ্জিল : বুড়িগঙ্গা-তীরের ঐতিহাসিক স্থাপনা বিউটি বোর্ডিং আছে, বিউটিয়ানরা নেই দিল্লি থেকে সরানো হবে ভারতের রাজধানী!

সকল