২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এবার নিজেই রিয়েলিটি শোর বিচারক শ্রাবণী সায়ন্তনী...

-

২০১৭ সালে সঙ্গীতবিষয়ক একটি রিয়েলিটি শোতে প্রতিযোগিতার মধ্যদিয়ে পেশাগতভাবে গানের ভুবনে সম্পৃক্ততা হয়েছিল এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রাবণী সায়ন্তনীর। আর এবার তিনিই একটি রিয়েলিটি শোর বিচারকের ভূমিকায় কাজ করেছেন। সম্প্রতি কলকাতার একটি অভিজাত হোটেলে দুই বাংলার জন্য আয়োজিত ‘বর্ষা সুন্দরী অপরূপা’ অর্থাৎ দুই বাংলা থেকে বর্ষা সুন্দরী খোঁজার এই রিয়েলিটি শোরই একটি রাউন্ডের বিচারকের ভূমিকায় ছিলেন শ্রাবণী সায়ন্তনী। শ্রাবণী হিন্দুস্তানী ক্ল্যাসিক্যাল নিয়ে বিশ^ভারতীতে পড়াশুনা করছেন। যে কারণে এই মুহূর্তে ভারতে যাওয়ার জন্য আপাতত নতুন ভিসা না দিলেও ভারতে অবস্থান করার কারণে শ্রাবণী সায়ন্তনী অনায়াশেই এই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করতে পেরেছেন একজন বিচারক হিসেবে। শ্রাবণী সায়ন্তনী জানান, এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে কলকাতায় হবার কথা রয়েছে। এমন একটি রিয়েলিটি শোর একটি রাউন্ডের বিশেষত কলকাতায় অনুষ্ঠিত পর্বের বিচারক হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত শ্রাবণী সায়ন্তনী। মুঠোফোনে বিশ^ভারতী থেকে শ্রাবণী তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘সত্যি বলতে কী আমার জীবনের এই সময়ে এমন একটি রিয়েলিটি শোর বিচারক আমি হবো এটা কল্পনাতেও ছিল না। বাংলাদেশ থেকে রমিম রায়হান ভাই আমার সাথে এই প্রতিযোগিতার বিচারক হবার জন্য যোগাযোগ করেন। পরবর্তীতে সব চূড়ান্ত হলে আমি কলকাতার পর্বটিতে বিচারক হিসেবে অংশগ্রহণ করি। বর্ষা সুন্দরী অপরূপা-প্রতিযোগিতার একজন বিচারক হিসেবে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। বিচারকের ভূমিকায় বসে আমার ২০১৭ সালের সেরাকণ্ঠ প্রতিযোগিতার কথাই বারবার মনে হচ্ছিল যে, সত্যিই বিচারকের ভূমিকায় যারা থাকেন তাদের কতটা সচেতন থাকতে হয়, কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের পালন করতে হয়। ধন্যবাদ এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত তাদের প্রত্যেককে। ধন্যবাদ রমিম রায়হান ভাইকে আমাকে জীবনের এই পর্যায়েই এমন একটি সুযোগ সৃষ্টি করে দেবার জন্য। এটা আমার জীবনের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা।’ শ্রাবণীর কণ্ঠে সর্বশেষ প্রকাশিত আলোচিত গান ছিল ‘তোকেই শুধু চাই’। এতে তার সহশিল্পী ছিলেন আকাশ মাহমুদ। গানটি লিখেছেন আল আমিন জোয়ারদার সবুজ ও আশিক মাহমুদ। সুর সঙ্গীত করেছেন আকাশ মাহমুদ। শ্রাবণী সায়ন্তনীর ভাষ্যমতে, এই গানটি তার এ যাবতকাল গাওয়া সব গানের অন্যতম প্রিয় একটি গান। আর তার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত মৌলিক গান ছিল ‘চোখ’। গানটি শুনতে ও বিস্তারিত জানা যাবে ‘এইচএম ভয়েজ’ ইউটিউব চ্যানেলে।


আরো সংবাদ



premium cement
ফিরছেন শান্ত, অপেক্ষা বাড়ছে মুশফিকের জন্য পিক‌নিকের বা‌সে ৩ শিক্ষার্থীর মৃত্যু : পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ বরখাস্ত ৭ ঘন কুয়াশায় ঢেকেছে কুড়িগ্রাম, তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস ‘স্বৈরাচার ও ফ্যাসীবাদমুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে’ রাশিয়ায় শিক্ষার্থীদের ‘নির্মমভাবে’ গ্রেফতারের বিরুদ্ধে ইরানের প্রতিবাদ সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই তাজরীন ট্র্যাজেডির এক যুগ : পুনর্বাসনের দাবি আহতদের সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ আজ জর্ডানে ইসরাইলি দূতাবাসের কাছে গুলি, বন্দুকধারী নিহত আহসান মঞ্জিল : বুড়িগঙ্গা-তীরের ঐতিহাসিক স্থাপনা বিউটি বোর্ডিং আছে, বিউটিয়ানরা নেই

সকল