২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দুই ঘণ্টায় ভোট পড়েছে ৮ শতাংশ : ইসি সচিব

- ছবি - ইন্টারনেট

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দুই ঘণ্টায় আট শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, এ ধাপের ১৫৬টি উপজেলায় সকাল ৮টায় সুষ্ঠুভাবে ভোট শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার ঘটনা ঘটেনি। তবে সিরাজগঞ্জ সদর উপজেলায় এক আনসার সদস্য শারীরিক অসুস্থতায় হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

তিনি আরো বলেন, ভোটগ্রহণ চলছে। বিভিন্ন জেলার প্রাপ্ত তথ্যে একেক অঞ্চলে বিভিন্ন হারে ভোট পড়ছে। কোথাও বেশি কোথাও কম। তবে বেলা বাড়ার সাথে এই হার আরো বাড়বে।

ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। নিজেদের প্রতিনিধি বেছে নিতে ১৫৬ উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

১৫৬ উপজেলার মধ্যে ২৪ উপজেলায় ভোট হচ্ছে ইভিএমে এবং বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট নেয়া হচ্ছে। দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন কারণে পাঁচটি উপজেলায় ভোট স্থগিত করা হয়।


আরো সংবাদ



premium cement