২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আশঙ্কায় আছি, আমাদের কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু হয় কি না : জি এম কাদের

গণমাধ্যমের সাথে কথা বলছেন জি এম কাদের - ছবি : বিবিসি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচন নিয়ে তিনি শঙ্কিত বোধ করছেন। তিনি বলেন, ‘আমরা যেটা আশঙ্কা করছি সেটা হলো, আমাদেরকে ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয় কি না। এটা নিয়ে আমরা একটু শঙ্কিত।’

আজ রংপুরে ভোট দেয়ার পর তিনি স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘প্রায় সব ভোটকেন্দ্রের বাইরে একটা তাণ্ডব, একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে আওয়ামী লীগের কিছু সমর্থক বা কিছু কর্মী দিয়ে। এমন একটা পরিস্থিতি যে ভোট ডাকাতির পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে ওখানকার লোকজন মনে করছে।’

তিনি বলেন, ‘ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, এজেন্টদের কাগজপত্র কেড়ে নেয়া হচ্ছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই এগুলো ঘটেছে বলে আমাদের জানানো হয়েছে। আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, যেখানে যতটুকু জানানো যায়। তবে ওখানকার মানুষজন অস্বস্তিতে আছে যে ভোট সঠিক হবে কিনা, ভোট দেয়ার পরে কী হবে, মানুষজন আশাবাদী হতে পারছেন না। অনেক জায়গা থেকে আবার পিসফুল খবর পাওয়া যাচ্ছে।’

শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা- এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘এখন তো আমরা নির্বাচনে এসে গেছি। এখন তো আর বর্জন করার কোনো স্কোপ নেই। ইলেকশনের পরে ফলাফল দেখে পরবর্তী কর্মসূচি নিতে হবে।’

নির্বাচন কেমন হচ্ছে, সেটা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘লক্ষণ ভালো দেখছি না কিছু কিছু ক্ষেত্রে। সব জায়গায়ই ভালো হওয়ার কথা ছিল। এই ধরনের সুযোগ সৃষ্টি করারই কোনো কথা ছিল না, স্বাভাবিক কথা নয়।’

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
‘নানা গুজবে’ সেন্টমার্টিনে বিধিনিষেধ বুটেক্স শিক্ষার্থীদের ওপর পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা না’গঞ্জের পপি হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলা কমিটি গঠিত চট্টগ্রামে অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে শতাধিক মার্কেট যোগ্যতা থাকা সত্ত্বেও বৈষম্যের শিকার পল্লবী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মাহবুব কুবির সাথে ইবনে সিনা ট্রাস্টের চুক্তি, ২৫ শাখায় মিলবে সেবা এলাকাবাসীকে চাঁদাবাজি থেকে বিরত থাকতে কায়কোবাদের খোলা চিঠি ধলেশ্বরী নদীর মোল্লারহাট ফেরিঘাট অবৈধ দখলদারের নিয়ন্ত্রণে মোহন মিয়ার মৃত্যুবার্ষিকী আজ ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ১৫ শিক্ষার্থী

সকল