আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল প্রসঙ্গে যা বললেন ইসি আলমগীর
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৪
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থিতা বাতিলের বিষয়ে আমাদের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন কমিশনার মো: আলমগীর।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের নিজ সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইসি আলমগীর বলেন, সব জায়গায় কঠিন বার্তা দেয়া হচ্ছে। আপনারা একটু অপেক্ষা করেন, দেখেন না। প্রার্থীদের কথা তো শুনতে হবে। ছোট অপরাধে বড় শাস্তি দেয়া যায় না।
তিনি বলেন, নির্বাচনী ডামাডোল সবখানেই চলছে। সব দল নির্বাচনে এলে আরো ব্যালান্সড ভোট হতো। এটাকে একতরফা বলা যাবে না। কেন না অনেক দল অংশ নিয়েছে। বিএনপি এলে ভালো হতো। বিএনপি না আসায় ভোট করা কিছুটা চ্যালেঞ্জ হচ্ছে। নির্বাচন একপেশে হচ্ছে না।
তিনি আরো বলেন, ‘শান্তিপূর্ণভাবে রাজনৈতিক যে কর্মকাণ্ড করা যায় তারা সবাই করতেই পারে। এতে কোনো সমস্যা নেই। তবে আইন ভাঙলে অপরাধ। বিএনপি এই অপরাধ করায় আমাদের চ্যালেঞ্জ বেড়ে গেছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা