ভোট ভালো হচ্ছে, কোনো সমস্য নেই : ইসি রাশেদা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জানুয়ারি ২০২৩, ১২:৫৬
গাইবান্ধা-৫ আসনের আলোচিত উপনির্বাচনে ভোটগ্রহণ ভালো হচ্ছে। কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা।
বুধবার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সিসি ক্যামেরায় ভোট গ্রহণ পর্যবেক্ষণকালে এ কথা জানান তিনি।
নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেন, ‘শীতের কারণে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। সিসি ক্যামেরায় পর্যবেক্ষণে দেখতে পাচ্ছি ইভিএমে ভোট নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। গতবার যে সিচুয়েশন দেখতে পেয়েছিলাম সে সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি না’।
তিনি বলেন, কেন্দ্রে ভোট ডাকাত নেই। গতবারের মতো এখন পর্যন্ত মাঠে ডাকাত দেখা যায়নি। ভোটাররা সুন্দরভাবে পরিচিতি শনাক্ত হওয়ার পর গোপন বুথে যাচ্ছেন, ব্যালট ইউনিটে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।
রাশেদা সুলতানা বলেন, ভোটার উপস্থিতি ১০ শতাংশের মতো। প্রচণ্ড শীত, চরাঞ্চলে খুবই দুর্গম জায়গা রয়েছে। এজন্য এখন একটু কম। ভোটার উপস্থিতি বেলা বাড়ার সাথে সাতে বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আসনটিতে ১২ অক্টোবর উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে প্রথমে গোপন কক্ষে একাধিক ব্যক্তি প্রবেশ করায় ভরতখালি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং সাঘাটা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরবর্তীতে দফায় দফায় ৫১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে ইসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা