২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৩০০ আসনে ইভিএমে ভোটের প্রস্তাব আ’লীগের

- ছবি - সংগৃহীত

পরবর্তী সাধারণ নির্বাচনে তিন শ’টি নির্বাচনী এলাকায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছে।

বুধবার রাজধানীতে নির্বাচন ভবনে ইসি সংলাপে আওয়ামী লীগ এই প্রস্তাব দেয়। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সাথে সভায় অংশ নেয়।

দলের বেশ কয়েকটি প্রস্তাব উত্থাপন করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা মন থেকে ইভিএমের ব্যবহার চাই। দলের পক্ষে আমরা তিন শ’টি নির্বাচনী এলাকায় ইভিএমের ব্যবহার চাই।’

আওয়ামী লীগের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতামত চেয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষ করেছে ইসি।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, কাজী জাফরুল্লাহ, ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক, ফারুক খান, ড. হাসান মাহমুদ, সাহবুদ্দীন, আব্দুস সোবহান গোলাপ, বিপ্লব বড়ুয়া, ড. সেলিম মাহমুদ, শামসুর নাহার চাঁপা এবং সাঈম খান।

নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দল সংলাপে অংশ নেয়। নয়টি দল সেখানে অংশ নেয়নি এবং অন্য দুটি দল সময় চেয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement