২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইসির সামনে বিষ নিয়ে অবস্থানকারীদের ছত্রভঙ্গ করলো পুলিশ

- ছবি - সংগৃহীত

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গায়ে কাফনের কাপড় এবং হাতে বিষের বোতল নিয়ে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে অবস্থান নেয়া নোয়াখালীর হাতিয়ার ইউপি চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর পৌণে ১টার দিকে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া অবস্থান কর্মসূচি পালনকারী প্রার্থীদের সাথে কথা বলে তাদের ছত্রভঙ্গ করেন।

ওসি উৎপল বড়ুয়া বলেন, আমরা তাদের কথা শুনবো। এখানে এভাবে বসার কোনো সুযোগ নেই। এটা সরকারি প্রতিষ্ঠান। তাদের দাবি-দাওয়া নিয়ে প্রেস ক্লাবে যাবেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্মারকলিপি দেবেন। এভাবে বসার সুযোগ নেই, তাই তাদের তুলে দিচ্ছি। এরপরও তারা যদি আমাদের কথা না শোনেন, গ্যাদারিং (সমাবেশ) করতে চান, তাহলে আমরা কঠোর হতে বাধ্য হবো।

এর আগে বেলা ১১টার দিকে নোয়াখালীর হাতিয়ার দুই ইউনিয়নের প্রায় ৪০ ইউপি চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী গায়ে কাফনের কাপড় জড়িয়ে ও হাতে বিষের বোতল নিয়ে ইসি ভবনের সামনে অবস্থান নেন।

তাদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য (নোয়াখালী-৬) আয়েশা ফেরদাউস ও তার স্বামী মোহাম্মদ আলীর লোকদের অত্যাচারে তারা ভোটের প্রচার চালাতে পারছেন না। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও তারা কোনো প্রতিকার পাননি। এ কারণে সুষ্ঠু ভোটের পরিবেশ দাবি করে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছেন তারা।


আরো সংবাদ



premium cement