২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেশে এখন ভোটারের সংখ্যা ১১ কোটি ১৭ লাখ

দেশে এখন ভোটারের সংখ্যা ১১ কোটি ১৭ লাখ - ছবি : সংগৃহীত

দেশে বর্তমানে ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটারের ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৫ জন, মহিলা ভোটার ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন এবং হিজড়া হিসেবে ভোটার তালিকায় আছেন ৪৪১ জন।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘জাতীয় ভোটার দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকায় এ তথ্য জানানো হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যের প্রেক্ষিতে সিইসি কে এম নূরুল হুদা বলেন, ‘ভেবেছিলাম ভোটার দিবস হিসেবে তিনি কিছু বলবেন। কিন্তু তিনি রাজনৈতিক বক্তব্য রাখলেন। ইসিকে কতখানি হেয় করা যায়, কতখানি নিচে নামানো যায়, অপদস্থ করা যায় তা তিনি করে চলেছেন।’

তিনি বলেন, ‘মাহবুব তালুকদার সাহেব অভ্যাস গতভাবে আমাদের এ নির্বাচন কমিশনে যোগ দেয়ার পরদিন থেকে যা কিছু ইসির নেগেটিভ দিক তা পকেট থেকে একটা কাগজ বের করে পাঠ করতেন। আজকেও এর ব্যতিক্রম হয়নি। অবশ্য তিনি স্বাধীনভাবে কাজ করেন, বক্তব্য দেন, তার বক্তব্যে কখনো বাঁধা দেয়া হয় না।’

সিইসি বলেন, ‘দেশের নির্বাচন কমিশনের স্বার্থে তিনি কাজ করেন না। ব্যক্তি স্বার্থে ও একটা উদ্দেশ্য সাধন করার জন্য এ কমিশনকে অপদস্থ করার জন্য যতটুকু যা করা দরকার যখন যতটুকু করা দরকার, ততটুকু করেছেন উনি।’

সিইসির আগে বক্তব্য দেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ‘আমার বক্তব্য’ শিরোনামে লিখিত বক্তব্যে মাহবুব তালুকদার বর্তমান নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে সমালোচনামূলক বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব, এনআইডি উইং মহাপরিচালক ও প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ৮৮৮ এক দিনের রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ‘শহীদদের আত্মত্যাগের সাথে বেঈমানি জাতি সহ্য করবে না’ ঢাকার কয়েকটি কলেজ ও চট্টগ্রামের আদালতে করা নৈরাজ্য একই সূত্রে গাঁথা : শিবির সভাপতি শ্রীনগরে নিখোঁজের ৩ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার রাঙ্গামাটি ও ঠাকুরগাঁওয়ে নতুন ডিসি ইসকন নিষিদ্ধে ১০ আইনজীবীর লিগ্যাল নোটিশ তিন ঘণ্টা পর আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু রাষ্ট্র পরিগঠন করলেই কেবল আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে : মাহফুজ আলম ফেনীতে বিডিআর সদস্যদের মুক্তি ও পুনরায় চাকরির দাবিতে মানববন্ধন বিএনপির প্রতিনিধি দল যমুনায়

সকল