ঢাকা-১৮ উপ-নির্বাচন : ৬ জনের মনোনয়নপত্র দাখিল
- নিজস্ব প্রতিবেদক
- ১৩ অক্টোবর ২০২০, ১৯:৪৭
একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের আসন্ন উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপিসহ মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিনের কাছে তারা এ মনোনয়নপত্র দাখিল করেন।
আজ সোমবার ছিল এ উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
রিটার্নিং কর্মকর্তার নথি থেকে জানা যায়, ঢাকা-১৮ উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত এসএম জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ হাবিব হাসান, গণফ্রন্টের কাজী মো: শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের মো: ওমর ফারুক, জাতীয় পার্টির মো: নাসির উদ্দিন সরকার এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সমর্থনে মো: মহিববুল্লাহ বাহার।
আগামী ১৫ অক্টোবর মনোনয়ন যাচাই, ২২ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ১২ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা