২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাকা-১৮ উপ-নির্বাচন : ৬ জনের মনোনয়নপত্র দাখিল

-

একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের আসন্ন উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপিসহ মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিনের কাছে তারা এ মনোনয়নপত্র দাখিল করেন।

আজ সোমবার ছিল এ উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

রিটার্নিং কর্মকর্তার নথি থেকে জানা যায়, ঢাকা-১৮ উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত এসএম জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ হাবিব হাসান, গণফ্রন্টের কাজী মো: শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের মো: ওমর ফারুক, জাতীয় পার্টির মো: নাসির উদ্দিন সরকার এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সমর্থনে মো: মহিববুল্লাহ বাহার।

আগামী ১৫ অক্টোবর মনোনয়ন যাচাই, ২২ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ১২ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।


আরো সংবাদ



premium cement