‘ভোটার উপস্থিতি আশানুরূপ হয়নি’
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪১, আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫১
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের উপস্থিতির হার কম হওয়ায় হতাশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। শনিবার বিকালে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের কাছে এমন বক্তব্য দেন তিনি।
তিনি বলেন, যে পরিমাণ ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হবে বলে ধারণা করেছিলাম, সে পরিমাণ ভোটার ভোটকেন্দ্রে আসেনি। এছাড়া অনেক জায়গায় ইভিএমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও হাতশা প্রকাশ করেছেন শেখ ফজলে নূর তাপস।
অন্যদিকে ভোটার উপস্থিতি কম হওয়া কারণ জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ভোটের আগের দিন বিদেশি কূটনীতিক মিশনগুলোর বিবৃতি ও তাদের আচরণ মানুষকে ভাবিয়ে তুলেছে, যে কারনে সকালে মানুষ ভোটকেন্দ্রে যেতে দ্বিধা করেছে।
তবে পরে তারা যখন খবর পান যে ভোট সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, তখন তারা আস্তে আস্তে ভোটকেন্দ্রে আসতে শুরু করেছে বলে মন্তব্য করেন জাহাঙ্গীল কবির নানক।
এ দিকে শনিবার সকাল ৮ টা থেকে রাজধানীর দুই সিটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২ হাজার ৪৬৮টি কেন্দ্রে ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭জন ভোটারের কথা থাকলেও সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিতি কম দেখা গেছে। (সূত্র: বিবিসি)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা