ইসি পুনর্গঠনে ১৫ দিনের মধ্যে নাম প্রস্তাব : মন্ত্রিপরিষদ সচিব
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ নভেম্বর ২০২৪, ১৭:৩৮
সৎ, দক্ষ ও নিরপেক্ষদেরই প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে সুপারিশ করা হবে বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
রোববার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
শেখ আব্দুর রশীদ বলেন, আগামী ১৫ দিনের মধ্যে নাম প্রস্তাব করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
রোববার বিকেলে নতুন গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে।
ওই বৈঠকের আগে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকেই সার্চ কমিটি তার কর্মপদ্ধতি ঠিক করবে। আইন অনুযায়ী সার্চ কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে নাম প্রস্তাব বা সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গত বৃহস্পতিবার গঠিত হয় সার্চ কমিটি।
সূত্র : বিবিসি