‘গণবিবাহ’ সম্পর্কে যা বললো ঢাবি কর্তৃপক্ষ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৩
গত কয়েক দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যে ‘গণবিবাহ’ কর্মসূচি চলছে, সে বিষয়ে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে 'গণবিবাহ' আয়োজনের কোনো অনুমতি কাউকে দেয়নি কর্তৃপক্ষ।
এমনকি, কেউ বিশ্ববিদ্যালয়কে এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গণবিবাহ সংক্রান্ত একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি-নীতি এবং বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সামাজিক অনুষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকার সুযোগ নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়েছে, যে বা যেসব শিক্ষার্থী এই ‘গণবিবাহ’-এর উদ্যোগ গ্রহণ করেছেন, তা তাদের একান্ত ব্যক্তিগত উদ্যোগ।
সূত্র : বিবিসি