১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

নিহতদের স্মরণে কোটাবিরোধীদের শোকমিছিল শুক্রবার

কোটা সংস্কার আন্দোলন - ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে সকল নিহতদের স্মরণে শুক্রবার মসজিদে দোয়া, মন্দির ও গির্জায় প্রার্থনা, দেশব্যাপী গায়েবানা জানাজা এবং শোকমিছিল করবে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিরীহ ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনের ওপর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় ক্যাডারা হামলা করেছে। কেবল শত শত মানুষকে শহিদ করেই তারা ক্ষান্ত হয়নি, নির্যাতিত ছাত্রসমাজের ওপরই ফের গণগ্রেফতার চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দিয়েছে, তারাই এখন নির্যাতিত ছাত্রজনতার বিরুদ্ধে মামলা দিচ্ছে। পুলিশ বাদী হয়ে শিক্ষার্থীদের ওপর হাজার হাজার মামলা দায়ের করছে। যাকে যেখানে পাচ্ছে তাকেই গ্রেফতার করছে।’

আরো বলা হয়, ‘জুলুম-নির্যাতন চালিয়ে ছাত্রজনতার শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করা যাবে না। শিক্ষার্থীরা শত শত শহিদের রক্তের উপযুক্ত প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরবে না। সরকারের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা, দেশব্যাপী হত্যাযজ্ঞে দায়ী মন্ত্রীদের পদত্যাগ সহ নয় দফা দাবি বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে অব্যাহত রাখব। ইতোমধ্যে আমাদের শত শত ভাই শহিদ হয়েছেন। তাদের রক্তের সাথে বেঈমানি করে পেছনে হটার কোনো সুযোগ নেই।’

লিখিত বিজ্ঞপ্তি ‘বর্তমান অবস্থায় আমাদের পরবর্তী কর্মসূচি হিসেবে দেশব্যাপী সকল শহিদের স্মরণে শুক্রবার (২৬ জুলাই) সারাদেশে মসজিদ, মন্দির ও গির্জাসহ সকল ধর্মীয় স্থানে প্রার্থনা, বাদ জুমা দেশব্যাপী গায়েবানা জানাজা এবং শহীদদের স্মরণে শোকমিছিল অনুষ্ঠানে’ যোগ দেয়ার আহ্বান জানানো হয়।

এতে সময় কর্মসূচি নিয়ে বেশকিছু নির্দেশনা দেয়া হয়;
১। প্রত্যেক শহিদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ।
২। নিষ্ঠাবান শিক্ষকদের প্রতি ছাত্রদের স্মৃতিসম্ভ তৈরিতে সহযোগিতার আহ্বান
৩। জুমার নামাজ শেষে মসজিদে দেশপ্রেমিক শহিদদের জন্য দোয়া করুন এবং মন্দির-গির্জায় স্বীয়রীতিতে প্রার্থনার আয়োজনের আহ্বান।
৪। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা।


আরো সংবাদ



premium cement
গজারিয়ায় বজ্রপাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত ‘ক্ষমতায় থাকার জন্য হাসিনা এত মানুষ হত্যা করেছে, যা ইতিহাসে নেই’ আমি রেজাল্ট চাই না, আমার ছেলে হত্যার বিচার চাই : শহিদ সবুজ মিয়ার মা ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে জয়খরা ঘুচাল পাকিস্তান যেভাবে শহিদ হন ইয়াহিয়া সিনওয়ার অন্তর্বর্তী সরকারে যোগ হতে পারে নতুন মুখ! শুক্রবার ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ছাত্র অসন্তোষের জেরে পাঞ্জাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাশিয়াকে সমর্থন প্রশ্নে বেইজিংকে ‘চ্যালেঞ্জ’ করতে চীনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া মানে অপরাধকে প্রশ্রয় দেয়া : ভারতকে রিজভী রিপাবলিকান-সমর্থিত নির্বাচনী বিধি বাতিলের রায় জর্জিয়ার বিচারকের

সকল