ভিসি নেই ৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে
- বিশেষ সংবাদদাতা
- ২৬ জুন ২০২৪, ১৮:৪৫
বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১১৪টি। যার মধ্যে শিক্ষা কার্যক্রম চলমান আছে ১০৫টিতে। আর এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভিসি ও ট্রেজারার মিলে মোট ৭১টি পদ শূন্য রয়েছে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
তিনি জানান, এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৭টিতে ভিসি ও ৩৪টিতে ট্রেজারার পদ এখনো শূন্য রয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মহিলা আসন-৩৫ এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ তথ্য জানান।
টেবিলে প্রশ্নোত্তর উপস্থাপন করা হয়।
শিক্ষামন্ত্রী জানান, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের এসকল শূন্য পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। পদত্যাগ, মৃত্যু, পদের মেয়াদ উত্তীর্ণ এবং বোর্ড অব ট্রাস্টিজ কর্তৃক নিয়োগের জন্য আইন অনুযায়ী প্যানেল প্রস্তাব প্রেরণে বিলম্ব হওয়ার কারণে কিছু সংখ্যক বিশ্ববিদ্যালয়ে ওই পদসমূহে নিয়োগে অতিরিক্ত সময় ব্যয় হয়। ওই পদসমূহে নিয়োগের জন্য পদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার চার মাস পূর্বেই চ্যান্সেলর তথা রাষ্ট্রপতির সমীপে প্রস্তাব পাঠানোর জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা