২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঢাকা কলেজে আজকের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

- ছবি - সংগৃহীত

ঢাকা কলেজে আজ মঙ্গলবারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। একই সাথে কলেজের সব শিক্ষককে আজ সকাল ১০টায় ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়। 

গতকাল সোমবার দিবাগত রাতে নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ী ও পুলিশের সংঘর্ষের পর আজ এ সিদ্ধান্ত নেয়া হয়। ভোর ৪টার দিকে কলেজের ভেরিফাইড ফেসবুকের পেজে এ ঘোষণা দেয়া হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বরাতে ওই ঘোষণায় বলা হয়, অনিবার্য কারণে ১৯ এপ্রিল (মঙ্গলবার) ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্সের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া সকল শিক্ষককে সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট ও আশপাশের ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। পুড়িয়ে দেয়া হয়েছে মোটরসাইকেল। ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে’ পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।

ওই সংঘর্ষে ঢাকা কলেজের একাধিক শিক্ষার্থী, ব্যবসায়ী ও পুলিশ আহত হয়েছেন বলে বিভিন্নসূত্রের দাবি।

সংঘর্ষ আড়াই ঘণ্টার ব্যবধানে নিয়ন্ত্রণে এলেও সেখানে বর্তমান পরিস্থিতি থমথমে। নিউমার্কেট থেকে মিরপুর রোড দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে।


আরো সংবাদ



premium cement