২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাবি ছাত্রীর প্রতি অশালীন অঙ্গভঙ্গি বখাটেকে থানায় সোপর্দ, মামলা

ঢাবি ছাত্রীর প্রতি অশালীন অঙ্গভঙ্গি বখাটেকে থানায় সোপর্দ, মামলা - ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীর প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও ইভটিজিংয়ের দায়ে এক বখাটেকে থানায় সোপর্দ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ফাহিমা আক্তার নামে ভুক্তভোগী ছাত্রী।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে ওই বখাটেকে আটক করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগ থানায় সোপর্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা করেন ওই ছাত্রী। তবে তাৎক্ষণিক অভিযুক্তের বিস্তারিত নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ভুক্তভোগী ছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সূত্র জানা যায়, শনিবার ওই ছাত্রীকে হ্যারাজমেন্টের ঘটনা ঘটে। এ ঘটনা তার শুভাকাক্সক্ষী আরাফাত চৌধুরীকে জানালে রোববার সকালে দুজন মিলে ক্যাম্পাসে ওই বখাটেকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ঢাকা মেডিকেল এর সামনে থেকে গণিত ভবন হয়ে আবার কার্জন হল এলাকার দিকে যাচ্ছিলেন তারা। হঠাৎ এক ব্যক্তি বাজে অঙ্গভঙ্গি কুরুচিপূর্ণ অশ্লীল মন্তব্য করছিল। ওই ছাত্রী লোকটার দিকে এগিয়ে গিয়ে কৈফিয়ত চাইলে লোকটা উঠে চলে যেতে চায়। তার সাথে থাকা আরাফাত তাকে থামতে বলে এবং জিজ্ঞাসা করে লোকটা কেন এমন কাজ করলো! লোকটা কিছু করিনি বলে দ্রুত চলে যাচ্ছিল। তখন আরাফাত লোকটাকে বললো আপনি কি কাজ করেন, লোকটা বললো আসেন আমি সামনেই কাজ করি। তাই আরাফাত লোকটার পেছন পেছন যাচ্ছিলো।

ভুক্তভোগী জানায়, এক পর্যায়ে কার্জনহলের সাইডে রাখা গাড়িগুলোর কাছাকাছি আসলে বখাটে লোকটা দৌড় মারে। আরাফাত লোকটাকে ধরতে গেলো আর সে আরাফাতকে কিল-ঘুষি দিয়ে নিজেকে ছোটানোর চেষ্টা করে। আরাফাত নিজেকে ছাড়াতে গেলে লোকটা ফুটপাথ এর পাশে রাখা বড় টাইলস গুলো আরাফাতের দিকে মারে। তখন চারপাশের লোকজনকে নিয়ে দৌড়ে এসে লোকটাকে ধরে ফেলে। পরে প্রক্টরিয়াল টিমকে সাথে নিয়ে বখাটেক থানায় সোপর্দ করা হয়। এ ঘটনা ইভটিজিংয়ের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী নয়া দিগন্তকে বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রীর প্রতি অশালীন অঙ্গভঙ্গির জন্য কার্জন হল এলাকা থেকে এক বখাটেকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা জানতে শাহবাগ থানায় যোগাযোগ করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ছাত্রীর প্রতি অশালীন অঙ্গভঙ্গির জন্য একজনকে থানায় সোপর্দ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে ছাত্রী। আসামিকে চালান দিয়ে দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
সিরিয়ার শাসকদের সাথে সরাসরি যোগাযোগ নেই : ইরান কারো সাথে সম্পর্ক ভালো করতে গিয়ে আর স্বার্থ বিকিয়ে দেবে না রাশিয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার পেঁয়াজ বীজ সরবরাহ মার্সেল সিওলাকু পুনরায় রোমানিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত বাংলাদেশে সরবরাহ কমেছে, শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিক্রি করতে চায় আদানি বিপিএলের মিউজিক ফেস্ট শুরু ট্রেন দুর্ঘটনার প্রতিবাদে সার্বিয়ার রাজধানীতে বিক্ষোভ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে ফেনীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দৌলতদিয়ায় ৫২ হাজারে পদ্মার বোয়াল বিক্রি

সকল