২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাবি ছাত্রীর প্রতি অশালীন অঙ্গভঙ্গি বখাটেকে থানায় সোপর্দ, মামলা

ঢাবি ছাত্রীর প্রতি অশালীন অঙ্গভঙ্গি বখাটেকে থানায় সোপর্দ, মামলা - ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীর প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও ইভটিজিংয়ের দায়ে এক বখাটেকে থানায় সোপর্দ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ফাহিমা আক্তার নামে ভুক্তভোগী ছাত্রী।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে ওই বখাটেকে আটক করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগ থানায় সোপর্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা করেন ওই ছাত্রী। তবে তাৎক্ষণিক অভিযুক্তের বিস্তারিত নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ভুক্তভোগী ছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সূত্র জানা যায়, শনিবার ওই ছাত্রীকে হ্যারাজমেন্টের ঘটনা ঘটে। এ ঘটনা তার শুভাকাক্সক্ষী আরাফাত চৌধুরীকে জানালে রোববার সকালে দুজন মিলে ক্যাম্পাসে ওই বখাটেকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ঢাকা মেডিকেল এর সামনে থেকে গণিত ভবন হয়ে আবার কার্জন হল এলাকার দিকে যাচ্ছিলেন তারা। হঠাৎ এক ব্যক্তি বাজে অঙ্গভঙ্গি কুরুচিপূর্ণ অশ্লীল মন্তব্য করছিল। ওই ছাত্রী লোকটার দিকে এগিয়ে গিয়ে কৈফিয়ত চাইলে লোকটা উঠে চলে যেতে চায়। তার সাথে থাকা আরাফাত তাকে থামতে বলে এবং জিজ্ঞাসা করে লোকটা কেন এমন কাজ করলো! লোকটা কিছু করিনি বলে দ্রুত চলে যাচ্ছিল। তখন আরাফাত লোকটাকে বললো আপনি কি কাজ করেন, লোকটা বললো আসেন আমি সামনেই কাজ করি। তাই আরাফাত লোকটার পেছন পেছন যাচ্ছিলো।

ভুক্তভোগী জানায়, এক পর্যায়ে কার্জনহলের সাইডে রাখা গাড়িগুলোর কাছাকাছি আসলে বখাটে লোকটা দৌড় মারে। আরাফাত লোকটাকে ধরতে গেলো আর সে আরাফাতকে কিল-ঘুষি দিয়ে নিজেকে ছোটানোর চেষ্টা করে। আরাফাত নিজেকে ছাড়াতে গেলে লোকটা ফুটপাথ এর পাশে রাখা বড় টাইলস গুলো আরাফাতের দিকে মারে। তখন চারপাশের লোকজনকে নিয়ে দৌড়ে এসে লোকটাকে ধরে ফেলে। পরে প্রক্টরিয়াল টিমকে সাথে নিয়ে বখাটেক থানায় সোপর্দ করা হয়। এ ঘটনা ইভটিজিংয়ের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী নয়া দিগন্তকে বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রীর প্রতি অশালীন অঙ্গভঙ্গির জন্য কার্জন হল এলাকা থেকে এক বখাটেকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা জানতে শাহবাগ থানায় যোগাযোগ করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ছাত্রীর প্রতি অশালীন অঙ্গভঙ্গির জন্য একজনকে থানায় সোপর্দ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে ছাত্রী। আসামিকে চালান দিয়ে দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বার উদ্ধার স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে ৫ হাজার কোটি টাকার দুই ‘মেগা’ প্রকল্প বাতিল পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে ট্রেন যাবে খুলনায়, কাল উদ্বোধন দেশে ফ্যাসিবাদী ষড়যন্ত্র এখনো চলছে : বিএনপি মহাসচিব চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধাকে নাজেহাল করার ঘটনায় জামায়াতের নিন্দা শ্রম সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা পেশ করেছে পোশাক শ্রমিক নেতারা স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

সকল