২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইবির ভিসির মেয়াদ শেষ, লবিংয়ে ব্যস্ত ১১ জন

ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) - ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহার মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার। আগামীতে কে আসছেন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এ পদ দুটিতে, এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চলছে নানা কৌতুহল। বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ পেতে সরকারের বিভিন্ন মহলে লবিংয়ে ব্যস্ত রয়েছেন ১১ জন শিক্ষক।

গত ২০১৬ সালের ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ১২তম ভিসি হিসেবে নিয়োগ পান ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। একই সাথে আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহাকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের গত ১১ জন ভিসিই বিভিন্ন অভিযোগে অপসারিত হলেও প্রথমবারের মতো মেয়াদ শেষ করতে যাচ্ছেন ড. আশকারী।

দ্বিতীয় বারের মতো ভিসি পদে নিয়োগ পেতে তদবির চালিয়ে যাচ্ছেন বর্তমান ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। এছাড়া এ প্রতিযোগিতায় রয়েছেন প্রোভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যপক ড. সেলিম তোহা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. কামাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু ও বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

এছাড়াও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুইবারের সাবেক ভিসি অধ্যাপক ড. আব্দুস সাত্তার, ইবির সাবেক কোষাধ্যক্ষ ও ঢাবির ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের অধ্যাপক ড. আফজাল হোসেন, ইবির সাবেক শিক্ষক ও বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান, রাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ আজম শান্তনু, ও রাবির অধ্যাপক ড. পি এম শফিকুল ইসলাম শফিকও নিয়োগ পেতে দৌড়ঝাপ করছেন।

এদিকে কোষাধ্যক্ষ পদের নিয়োগ পেতে লবিংয়ে ব্যস্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যপক ড. কাজী আখতার হোসেন, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, বঙ্গবন্ধু পরিষদের একাংশের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুল আরফিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন, ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল।


আরো সংবাদ



premium cement
সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা

সকল