২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

গ্রিন ইউনিভার্সিটিতে ‘একাডেমিক লিডারশিপ এ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

-

স্বীয় সত্তাকে প্রতিষ্ঠিত করতে শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম; আর বিশ।ব প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার পাশাপাশি প্রয়োজন প্রাতিষ্ঠানিক নেতৃত্বদানের যোগ্যতা ও মানসম্মত ব্যবস্থাপনার জ্ঞান। মূলত সে লক্ষ্যেই ‘একাডেমিক লিডারশিপ এ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক দুই দিনব্যাপী ওয়ার্কশপের আয়োজন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার ওয়ার্কশপের সমাপনী দিনে মুখ্য ফ্যাসিলেটেটর ও গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গোলাম সামদানী ফকির বলেন, উচ্চশিক্ষায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদান অনেক। যদিও গুণগত মান উত্তোরত্তর বৃদ্ধি করা এখনও বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, একজন শিক্ষককে শুধু শিক্ষাদান ও গবেষণায় পারদর্শী হলেই চলবে না, পাশাপাশি তাকে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট এমনকি সমাজের জন্যও কাজ করতে হবে। মূলত এ কারণেই তাকে ‘লিডারশিপ’ ও ‘কোয়ালিটি ম্যনেজমেন্ট’ জানতে হবে। ওয়ার্কশপের মাধ্যমে সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

প্রোভিসি অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, যেকোনো ওয়ার্কশপই পেশাদারিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে থাকেন। সে হিসেবে নেতৃত্বের প্রতিভা সবার মধ্যেই থাকে। সে নেতৃত্ব কীভাবে প্রতিষ্ঠানের কাজে লাগানো যায়- ওয়ার্কশপের মাধ্যমে সেটা আলোচনা হয়েছে। বক্তৃতাকালে প্রোভিসি অবকাঠামো ও অভ্যন্তরীণ উন্নয়নে গ্রিন ইউনিভার্সিটির নানা পদক্ষেপের কথা জানান।

গ্রিন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী বলেন, উচ্চমানের বিশ্ববিদ্যালয় তৈরিতে শিক্ষাদানের পাশাপাশি ম্যানেজমেন্টও জরুরি। এ দুটো বিষয়ের সমন্বয় হলেই একটি বিশ্ববিদ্যালয় তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।
ওয়ার্কশপে কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, ডিস্টিংগুইজড প্রফেসর অধ্যাপক ড. নিতাই চন্দ্র সূত্রধর, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলামসহ বিভাগীয় চেয়ারপারসন, শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন।
সূত্র : প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
খুলনায় যুবদল নেতাকে কু‌পি‌য়ে হত্যা রংপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে মেশিনপত্র কেনা হয় চায়না থেকে, বিল নেয়া হয় জার্মানির দামে ট্রাম্পের ক্ষমতাগ্রহণ নিয়ে আওয়ামী লীগের উচ্ছ্বাস কতটা বাস্তবিক? চৌগাছায় আওয়ামী লীগ নেতার দখল থেকে ৪৩ বিঘা জমি উদ্ধার এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনঃপ্রকাশের দাবি শিক্ষার্থীদের নেতাকর্মীদের জিয়ার মতো বই পড়ার পরামর্শ দিলেন রিজভী ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান পথ শিশুদের মাঝে ছাত্রদলের স্কুল সামগ্রী বিতরণ অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের নবাবগঞ্জে ডোবা থেকে লাশ উদ্ধার

সকল