২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নতুন কমিটি

- ছবি : নয়া দিগন্ত

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)-র ২০১৯-২০ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এসএম আবদুল্লাহ আল ফয়সাল। এবং সাধারণ সম্পাদক পদে যৌথভাবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদ হোসেন এবং মো. ইয়াসিন আরাফাত। আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন তারা।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডিবেটিং সোসাইটির কার্যালয়ে এ কমিটির ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার এবং ডিইউডিএসের মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরিন।

নির্বাচনে ১০ ভোট পেয়ে ফয়সাল সভাপতি নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইশরাত জাহান নুর ইভা পেয়েছেন আট ভোট। সাধারণ সম্পাদক পদে জাহিদ ও ইয়াছিন সমানভাবে নয় ভোট করে পাওয়ায় যৌথভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ডিইউডিএস-এর গঠনতন্ত্র অনুযায়ী দু’জনে ছয় মাস করে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত সভাপতি ফয়সল ফজলুল হক হল বিতর্ক ক্লাব, সাধারণ সম্পাদক জাহিদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল বিতর্ক ক্লাব এবং ইয়াছিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বিতর্ক ক্লাবের সদস্য ছিলেন।

এদের মধ্যে ফয়সাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ, জাহিদ হোসেন দর্শন বিভাগ এবং ইয়াসিন আরাফাত অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী। তারা সকলেই ২০১৪-১৫ সেশন এবং মাস্টার্সে শিক্ষার্থী।

এদিকে, নির্বাচনের পর নির্বাচন নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকরা নির্বাচন কমিশনারদের সঙ্গে ডিইউডিএস এর উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. মো আখতারুজ্জামানের সঙ্গে দেখা করতে যান।

এর আগে দুপুরে ১৮টি হলের বিতর্ক ক্লাব থেকে একজন করে মনোনীত ভোটাররা ভোট দেন।

এসময়, ডিইউডিএস এর মডারেটর মাহবুবা নাসরিন, নির্বাচন পর্যবেক্ষক তাওহিদা জাহান এবং নির্বাচন কমিনার রাকিব সিরাজী ও আব্দুল্লাহ আল মুতি আসাদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ডিইউডিএসের গঠনতন্ত্র অনুযায়ী ৩১ সদস্যের কমিটি গঠন করার কথা রয়েছে। তবে গত বছর ৪৪ সদস্যের কমিটি করা হয়।


আরো সংবাদ



premium cement