০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত রোবট প্রদর্শিত

- ছবি : নয়া দিগন্ত

গণ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছয় শিক্ষার্থীর উদ্ভাবিত রোবট ‘মিরা’-এর প্রদর্শনী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান মোঃ করম নেওয়াজ এসময় উপস্থিত ছিলেন।

গণ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভিন্ন সেমিস্টারের ছয় শিক্ষার্থী মোবাইল অ্যান্ড ইন্টেলিজেন্ট রোবট ফর অ্যাডভান্সড অ্যাসিস্ট্যান্স (মিরা) নামের রোবটটি তৈরি শুরু করেন ২০১৯ সালের ২০ জুলাই। প্রায় আড়াই মাসের পরিশ্রম শেষে তারা মানবাকৃতির রোবটটি তৈরি করতে সক্ষম হন। এই রোবট মানুষের সঙ্গে কথা বলতে পারে এবং বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর দিতে পারে।

এছাড়াও ব্যবহারকারীর ই-মেইল পাঠানো, ফেসবুক নোটিফিকেশন দেখা, কারো পছন্দের গান বাজানো, নির্দিষ্ট কাজের কথা মনে করিয়ে দেয়া, দৈনিক ও আগাম আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দেয়া, সময় ও তারিখ জানানোসহ বিভিন্ন ধরণের ভার্চুয়াল কাজ করতে পারে।

ভার্চুয়াল কাজের পাশাপাশি শারীরিক কাজেও দক্ষ এটি। আঙুল, কনুই, কাঁধ, ঘাড়, মাথাসহ বিভিন্ন অঙ্গ নাড়াতে পারে। হ্যান্ডশেক করা, কফির কাপ ধরে রাখাসহ আরো বেশকিছু কাজে পটু এটি। বিভিন্ন ধরনের গেম খেলতে এবং কৌতুক শোনাতেও পারে মিরা। রোবট মিরার আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য মনে রেখে পরবর্তী সময়ে কথোপকথন চালিয়ে যেতে পারে।

‘রোবট মিরা’ তৈরির দলনেতা মোহাম্মদ রিফাত বলেন, এটি এখনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় রয়েছে। এর সাথে আরো অনেক দক্ষতা যুক্ত করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
দারিদ্র্যকে দুর্যোগ হিসেবে বিবেচনায় কাজ করছে সরকার : উপদেষ্টা আগ্রাসন চালাতে নয় আগ্রাসী শক্তিকে প্রতিহত করতে ক্ষেপণাস্ত্র বানিয়েছি : ইরান দারিদ্র্যকে দুর্যোগ হিসেবে বিবেচনায় কাজ করছে সরকার : ফারুক ই আজম গোপালগঞ্জে মসজিদে যাওয়ার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা কিশোরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, নিজ ঘরে আত্মহত্যা রাশিয়া থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান বাজারে আসছে শীতকালীন সবজি, কমছে দাম দেশে ইজতেমা দু’বার নয়, একবার হবে দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ২০ ‘ছলচাতুরি না করে কবে নির্বাচন দিবেন জাতি জানতে চায়’

সকল