২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

পাবিপ্রবিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রশিক্ষণ কর্মশালা শেষে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা - ছবি : নয়া দিগন্ত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দফতর প্রধান ও কর্মকর্তাদের নিয়ে ‘ফাইল অ্যান্ড ফিনানসিয়াল ম্যানেজমেন্ট অব ডিফরেন্ট অফিসেস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ও রোববার (২২ ও ২৩ ফেব্রুয়ারি) দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস কক্ষে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এ কর্মশালা আয়োজন করে।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রো-ভিসি অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান।

রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের উপ-রেজিস্ট্রার মো: আব্দুল্লাহ আল মামুন এবং অর্থ ও হিসাব অফিসের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক জি এম আনিসুর রহমান।

শনিবারের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রো-ভিসি অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বলেন, অফিস ব্যবস্থাপনায় আইন ও প্র্যাকটিস গুরুত্বপূর্ণ। যুগের সাথে তাল মিলিয়ে অফিস ব্যবস্থাপনা উন্নত হচ্ছে। সরকারি আইন তথা পিপি আর-৮ মেনে কেনাকাটা করতে হবে। ফাইলের আধুনিক কৌশল ও স্বচ্ছতার জন্য ডি নথি চালু হতে যাচ্ছে।

আজ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, চেয়ারের দায়িত্ব হল আইন দিয়ে সবকিছু পরিচালনা করা। আইন মেনে অফিস পরিচালনা করতে হবে। আইন সমুন্নত রেখে আমরা সবাই দায়িত্ব পালন করবো। সরকারি দায়িত্ব পালনে ব্যক্তিগত ইচ্ছা, অনিচ্ছা, রাগ-বিরাগের কোনো সুযোগ নেই। ফাইল তৈরি করতে হবে ডকুমেন্টসসহ। একটা ফাইলে ইতিহাস থাকতে হবে।

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা সবাই তরুণ। তারুণ্যই পারে দেশ ও জাতিকে এগিয়ে নিতে। সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান বলেন, সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে সরকারি অর্থ পাওয়ার চেয়ে ব্যয় করা কঠিন। আইনকানুন জানলে অফিস পরিচালনা ও অর্থ ব্যয় করা কঠিন কিছু নয়। আইন জানার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। ই নথি চালু চালু হলে অফিস ব্যবস্থাপনা উন্নত হওয়ার সাথে সাথে স্বচ্ছতা বাড়বে, সময় কমবে।

প্রথম দিনের কর্মশালায় ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও দফতর প্রধানরা এবং দ্বিতীয় দিনে বিভিন্ন দফতরের কর্মকর্তারা অংশ নেন। দু’দিনের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো: শামীম রেজা। রোববারের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো: আসফাকুর রহমান।

বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মধ্যরাতে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণালঙ্কার ছিনতাই পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ

সকল