১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষককে দুদকে তলব

দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে - ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১ জন শিক্ষককে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদেরকে ডাকা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মো: আব্দুস সোবহান তার ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ফলে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ১৩৮ জন শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেন তিনি।

এদিকে, এ অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো: সাইদুজ্জামানকে দলনেতা করে আফনান জান্নাত কেয়া ও মো: আব্দুল্লাহ আল মামুনকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করেছে দুদক।

সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য নিতে তাদেরকে দুদকে তলব করা হয়েছে। আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বিভিন্ন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষককে ডাকা হয়েছে।

তলব করা শিক্ষকরা হলেন এ টি এম সাহেদ পারভেজ, সানজানা সোবহান, অধ্যাপক আনন্দ কুমার সাহা, সাজু সরদার, মো: জুলহাস হোসেন, নূর নুসরাত সুলতানা, মো: সালাউদ্দিন, শিবলী ইসলাম, অধ্যাপক গাজী তৌহিদুর রহমান, অধ্যাপক আব্দুল মজিদ, অধ্যাপক আব্দুল লতিফ।


আরো সংবাদ



premium cement
উচ্চ শব্দে অতিষ্ঠ ঢাবি শিক্ষার্থীরা, তোপের মুখে ২৬ মাইক বন্ধ চলতি বছরের ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন : দুবাইয়ে প্রধান উপদেষ্টা কুড়িগ্রামে হ্যান্ডকাফসহ পালানোর ৩৭ দিন পর মাদক কারবারি গ্রেফতার ছাত্র-জনতার ওপর হামলা : নাটোরে আ’লীগ নেতাকর্মীর নামে মামলা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৬৬ জন গ্রেফতার রাজশাহীতে সেনাসদস্যকে মারধর করায় রেলওয়ের গার্ডসহ আটক ৩ স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠন প্রস্তাব বাস্তবায়ন জরুরি আয়নাঘর দেখার পরও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করছে : আসিফ মাহমুদ আবু সাঈদকে প্রাণঘাতী ধাতব গুলি ব্যবহার করে হত্যা করা হয়েছে : জাতিসঙ্ঘ প্রতিবেদন ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ জুলাই আন্দোলনে হামলা : ছাত্রলীগের বিরুদ্ধে জাবি ছাত্রদলের মামলা

সকল