০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

জাবিতে আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিল

জাবিতে আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিল - ছবি : নয়া দিগন্ত

পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. কামরুল আহসান এ ঘোষণা দেন।

এর আগে সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আয়োচনায় বসে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভিসি অধ্যাপক ড.মোহাম্মদ কামরুল আহসান বলেন, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটায় ভর্তি বাতিল করা হলো। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা প্রদানের জন্য একটি কমিটি করা হয়েছে। ওই কমিটি তাদের জীবনমান উন্নয়নের জন্য ন্যায্য দাবিগুলো অন্তর্ভুক্ত করবে।

কোটা বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে শিক্ষার্থীরা জানান, কোটাবৈষম্য নিয়ে দেশে একটি গণঅভ্যুত্থান হয়ে গেছে। সেখানে বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার মতো একটি অযৌক্তিক কোটা থাকতে পারে না। পোষ্য কোটা বাতিল করায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিনন্দন জানাই।

এর আগে মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে পোষ্য কোটা সংরক্ষণের দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুপুর পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা বটতলা থেকে একটি মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন হল, কেন্দ্রীয় গ্রন্থাগার প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।


আরো সংবাদ



premium cement
শ্রীনগরে বাসচাপায় পথচারী নিহত বাংলাদেশ ইউনিভার্সিটির নতুন ভিসি ড. জাহাঙ্গীর বান্দরবানে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উত্থানের ধারা অব্যাহত পুঁজিবাজারে পিরোজপুরে অটোরিকশাচাপায় স্কুলশিক্ষার্থী নিহত শেখ মুজিবের পরিবার আগাগোড়া স্বৈরতন্ত্রের অনুসরণ করেছে : দুদু চীনে কারাবন্দী লেখকের স্বাস্থ্য নিয়ে অস্ট্রেলিয়ায় উদ্বেগ প্রকাশ বিদেশে পলাতক আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রংপুরে জুলাই স্মারকের মোড়ক উন্মোচন গণহত্যাকারীদের বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ গাজা নিয়ে কথা বলায় চাকরিচ্যুত সাংবাদিকের পাশে উসমান খাজা

সকল