০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

ঢাকা উত্তর সিটি অবরোধের ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের

- ছবি : সংগৃহীত

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার মধ্যে সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা ও শিক্ষার্থীদের ৭ দফা দাবি মেনে না নিলে ঢাকা উত্তর সিটি অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১১টায় তিতুমীর কলেজের সামনে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। অবরোধ কর্মসূচির আওতায় রাজধানীর বারাসাত ব্যারিকেড থেকে ঢাকা উত্তর সিটির বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ বন্ধ থাকবে।

তবে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের ভোগান্তি বিবেচনা করে ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত অবরোধ শিথিল থাকবে। শিক্ষার্থীরা মুসলমান ভাইদের ইজতেমায় নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ দেয়ার অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, তাদের চলমান আমরণ অনশন কর্মসূচিও অব্যাহত থাকবে। ইতোমধ্যে অনশনে থাকা দু’ শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যালে ভর্তি হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।


আরো সংবাদ



premium cement

সকল