০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ঢাবিতে চারুকলার ভর্তি পরীক্ষা : প্রতি সিটে লড়বেন ৪৭ প্রার্থী

- ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল (শনিবার, ৪ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষায় আসন প্রতি প্রায় ৪৭ ভর্তিচ্ছু লড়বেন।

শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা। এবছর চারুকলা ইউনিটে মোট আসন ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছে ছয় হাজার ৯৩টি। পরীক্ষা চলাকালীন সকাল সাড়ে ১১টায় চারুকলা অনুষদের ডিন অফিসের কাছে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের।

বিগত বছরগুলোর মতো আইবিএ এবং চারুকলা ইউনিট ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে দেখতে পারবেন শিক্ষার্থীরা।


আরো সংবাদ



premium cement

সকল