২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাবিতে ৬ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, ৩৩ জনকে শাস্তি

ছয় শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারসহ ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে - ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ছয় শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারসহ ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো: আখতার হোসেন মজুমদার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শৃঙ্খলা উপ-কমিটির সুপারিশের প্রেক্ষাপটে ১১ ডিসেম্বর ভিসি প্রফেসর সালেহ হাসান নকীবের সভাপতিত্বে ডিসিপ্লিনারি বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে শাস্তি দেয়ার সুপারিশ ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৩৫তম সভায় অনুমোদন করা হয়।

জানা যায়, ছয়জনকে স্থায়ী বহিষ্কার তবে ছাত্রত্ব না থাকলে সনদ বাতিল, পাঁচজনকে দু’ বছরের জন্য বহিষ্কার, চারজনকে এক বছরের জন্য বহিষ্কার, দু’জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার, একজনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা, একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ১৪ জনের আবাসিকতা বাতিল ও পাঁচজনের মুচলেকা প্রদানের মাধ্যমে হলে অবস্থানের সুযোগ দেয়া হয়েছে।

শাস্তি পাওয়া পাঁচজন শিক্ষার্থীকে প্রাথমিক পর্যায়ে প্রমাণিত অপরাধের জন্য শাস্তি প্রদান করা হলেও অধিকতর তদন্ত সাপেক্ষে পুনরায় তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা ব্যতীত শাস্তি পাওয়া কোনো শিক্ষার্থী ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হলে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়।


আরো সংবাদ



premium cement