২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা

সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ - ছবি : বিবিসি

হামলা ও ভাংচুরের শিকার পুরান ঢাকার সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং ২০২৫ সালের প্রথম শ্রেণি ও নার্সারিতে ভর্তির লটারি স্থগিত করা হয়েছে।

গতকাল সোমবার এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দু'টো পৃথক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়।

সেখানে বলা হয়েছে, ‘বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেয়ার আগ পর্যন্ত বিদ্যালয়ের মর্নিং শিফট, ডে শিফট ও কলেজ শাখার সকল প্রকার ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে।’

বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মেরামতের কাজের জন্য তারা এ সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সবকিছু অনুকূলে এলে বিদ্যালয়ের কার্যক্রম আবার শুরু হবে।

এর আগেরদিন, রোববার আরেকটি পৃথক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছিল, ওই দিন বিকেল ৫টায় শতাধিক বহিরাগত ‘দুর্বৃত্তদের দ্বারা হামলার শিকার হয়েছে’ প্রতিষ্ঠানটি।

ওই দিন প্রতিষ্ঠানের অধ্যক্ষের কক্ষ, ডিসিপ্লিন কমিটি কক্ষ, শিক্ষক-মিলনায়তন, কয়েকটি অফিস কক্ষসহ শ্রেণিকক্ষে ব্যাপক ভাংচুর ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement