১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাবিতে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আইন বিভাগ ভাংচুর

বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ সংঘর্ষের ঘটনা ঘটে - ছবি : নয়া দিগন্ত

খেলাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগ ও আইন বিভাগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আইন বিভাগের অফিস ভাঙচুর করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন ও সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে দু’ বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সেখানেও সংঘর্ষে জড়ান তারা।

সরেজমিনে দেখা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের অভ্যন্তরে আইন বিভাগের অফিস, নামফলক, নোটিশ বোর্ড এবং চেয়ারম্যানের কক্ষ ভাঙচুর করা হয়েছে। আইন বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা এ ভাংচুর চালিয়েছেন।

এ বিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জু জানান, ‘আমি আমার বিভাগের আহত শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আছি। আমার বিভাগে হামলা-ভাংচুর করা হয়েছে বলে শুনেছি।’

তবে মার্কেটিং বিভাগের সভাপতির কাছে আইন বিভাগ ভাংচুর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ব্যস্ত আছি। পরে কথা বলব।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, ‘আজকের ঘটনা আমাকে ব্যথিত করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে এটি কোনোভাবেই প্রত্যাশিত নয়। আগামীকাল দু’ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।’

এ দিকে, উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ স্থগিত করা হয়েছে। এছাড়া, আগামীকাল শুধু আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার।


আরো সংবাদ



premium cement
এক মাসের মধ্যে হাসিনার বিরুদ্ধে তদন্তকাজ শেষ করার নির্দেশ অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হওয়া উচিত অস্ট্রিয়ার কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী জলবায়ু ক্ষতিপূরণের অর্থের নিশ্চয়তা পাওয়া যায়নি প্লানটেশন সেক্টরে একাধিক শর্তে কর্মী নেবে মালয়েশিয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ য্ক্তুরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদেও সংখ্যায় সর্বোচ্চ রেকর্ড উচ্চ রাজনৈতিক ঝুঁকি ও নিম্ন প্রবৃদ্ধি বিবেচনায় ঋণ মান কমিয়েছে মুডিস আ’লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট এটা প্রতিষ্ঠিত সত্য : ডা: শফিক বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শহীদদের নামে হবে : তারেক রহমান

সকল