১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঢাবিতে আয়কর রিটার্ন দাখিলের বুথ স্থাপন

- ছবি - ইন্টারনেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়কর সেবা বুথ স্থাপন করা হয়েছে।

‘আয়কর তথ্য-সেবা মাস-২০২৪’ উপলক্ষে অনলাইন ও ম্যানুয়াল পদ্ধতিতে আয়কর রিটার্ন দাখিল, আয়কর রিটার্ন দাখিলের জন্য সহায়তা, ই-টিআইএন ও আয়কর বিষয়ক অন্যান্য সেবা প্রদানের লক্ষ্যে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুই দিনব্যাপী আয়কর সেবা বুথ উদ্বোধন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের যৌথ উদ্যোগে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ ও আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই আয়কর সেবা বুথ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা আয়কর রিটার্ন সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: আবদুর রহমান খান।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান তার বক্তৃতায় সামাজিক বৈষম্য নিরসনে ‘প্রত্যক্ষ কর’ প্রদানের ওপর গুরুত্বারোপ করে বলেন, কর প্রদানের হার বাড়লে সমাজে ধনী-গরিব বৈষম্য কমবে। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের চেতনার সাথেও এটি সঙ্গতিপূর্ণ। করদাতাগণ এখন ঘরে বসে অনলাইনে দ্রুততম সময়ের মধ্যে সহজেই আয়কর রিটার্ন দাখিলের কার্যক্রম সম্পন্ন করতে পারছেন বলে জানান তিনি।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের মাধ্যমে দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ব্যক্তি পর্যায়ে কর প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা প্রতিবছর এ ধরনের আয়োজনের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করে সুনাগরিকের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বিবেচনা থাকছে না গাজীপুরে দুই কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ, কারখানায় আগুন রোহিঙ্গা, কাশ্মির ও ফিলিস্তিন সমস্যার সমাধান করতে হলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে : ব্রুনাই রাষ্ট্রদূত সংস্কার নাকি নির্বাচন- কোনটি আগে ৪৬তম বিসিএসের ফল নতুন করে প্রকাশের সিদ্ধান্ত কল্পিত দেশের সূচনার জন্য সকলকে এগিয়ে আসতে হবে : তারেক রহমান শুধুমাত্র নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয় : উপদেষ্টা নাহিদ পাচার হওয়া টাকা ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা জামায়াত আমিরের শের-ই-বাংলা মেডিক্যালের সাবেক ছাত্রসমিতি গঠিত নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল কেন জরুরি অশান্ত মণিপুরে যাচ্ছে আরো ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

সকল