১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মেধাবী শিক্ষার্থীদের জন্য বাসা ভাড়া বাবদ টাকা চায় জবি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে চিঠি দিয়েছেন জবি ভিসি - ছবি : নয়া দিগন্ত

চলমান হায়ার অ্যাডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় মেধাবী শিক্ষার্থীদের বাসা ভাড়া দিতে অর্থের সংস্থান চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

বুধবার (১৩ নভেম্বর) হিট প্রকল্পের আওতায় দু’টি খাত অন্তর্ভুক্ত করতে পরিকল্পনা কমিশন বরাবর চিঠি দিয়েছে ইউজিসি।

এরই মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো: রেজাউল করিম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাবর চিঠি দিয়েছেন।

পরিকল্পনা কমিশনে পাঠানো আবেদনে দেখা গেছে, রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৯ বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০ হাজার শিক্ষার্থীর জন্য কোনো আবাসিক হল না থাকায় (একটিমাত্র মেয়েদের হল ব্যতীত) শিক্ষার্থীদের আবাসন সঙ্কট তীব্র। এর ফলে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম নানাভাবে বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থীরা নানা ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হিট প্রকল্পের সংশোধিত যে প্রস্তাব গ্রহণ করেছে সেখানে বিশ্ববিদ্যালয়ের ২০ হাজার শিক্ষার্থীর আবাসন সঙ্কটের কারণে ক্যাম্পাসের বাইরে ভাড়া বাসায় অবস্থান করা অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সুবিধা দেয়ার জন্য অর্থ সংস্থান নিশ্চিত করতে এবং একমাত্র মেয়েদের আবাসিক হলে দ্রুতগতির ব্রডব্যান্ড সংযোগ প্রদানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পাইলট প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সরকার নারীর ক্ষমতায়ন বাড়াতে ‘হায়ার অ্যাডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ শিরোনামে একটি পাঁচ বছর মেয়াদি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২৩ থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত। এতে ব্যয় হবে চার হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা।

প্রকল্পের উদ্দেশ্য দক্ষিণ এশিয়ার নারীদের সম্ভাবনাকে কাজে লাগাতে উচ্চশিক্ষিত শিক্ষার্থীদের চাকরির সুযোগ সৃষ্টি ও যোগাযোগ প্রযুক্তি (আইটি) খাতে নারী শিক্ষার্থীর হার বাড়ানো। সরকার এ প্রকল্পটিকে মানবসম্পদ হিসেবে নারীর উচ্চশিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে ‘অর্থ বিনিয়োগের একটি আঞ্চলিক মডেল’ হিসেবে উপস্থাপন করতে চায়।

প্রকল্পটি এ বছরের ৬ জুন রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেয়া হয়। তৎকালীন সরকারের প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ওই সভায় সভাপতিত্ব করেন।

প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মোট ব্যয়ের মধ্যে দু’ হাজার ৩৩ কোটি ৪৬ লাখ টাকা সরকার জোগান দেবে। আর বিশ্বব্যাংক থেকে প্রকল্প ঋণ নেয়া হবে এক হাজার ৯৮৩ কোটি ১১ লাখ টাকা।

বিশেষ এ প্রকল্পের আওতায় দেশের সব সরকারি ও ইউজিসির অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হিসেবে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনকে অবকাঠামো নির্মাণ, উপকরণ ক্রয়, বৃত্তি, অনুদান, সেমিনার ও সিম্পোজিয়াম, প্রকাশনা এবং দেশে-বিদেশে প্রশিক্ষণ দেয়া হবে।


আরো সংবাদ



premium cement
অনুশোচনা নেই আওয়ামী লীগে, যে অপেক্ষায় তারা রাতে মাঠে নামছে চিরচেনা ব্রাজিল, ভোরে বিশ্বজয়ী আর্জেন্টিনা কাঁঠালিয়ায় মোটরসাইকেলচাপায় গৃহবধূ নিহত, আহত ২ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি : মাহমুদুর রহমান সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা বিএলআরআইয়ের ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ : ফরিদা আখতার কেউ যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে : আসিফ নজরুল প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান সম্ভব? খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন তিন দিনের মধ্যে এনআইডিকে ক্যাটাগরি করার নির্দেশ ইসির

সকল