২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
মন্দির পরিদর্শন

সংখ্যালঘুদের আশ্বস্ত করুন

-


ছাত্র আন্দোলনের পর সৃষ্ট সাময়িক রাজনৈতিক শূন্যতার মধ্যে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় থাকা সংখ্যালঘুদের নিরাপত্তায় দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে। নয়া দিগন্তের খবরে বলা হয়েছে, সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করছে সেনাবাহিনী, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল। এতে আশ্বস্ত হচ্ছেন বিভিন্ন ধর্মের লোকজন। সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্ম, বর্ণ-গোত্রের মানুষ মিলেমিশে দেশকে বসবাসযোগ্য করার নতুন প্রত্যয়ে এগিয়ে যেতে চাই। দেশ গড়তে যা করা দরকার সবাই মিলেমিশে করার চেষ্টা চালিয়ে যাবো। চট্টগ্রাম মহানগরীর ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির কর্তৃপক্ষের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাট জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে জেলা জামায়াতের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করা হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহর সাথে জেলার আইনশৃঙ্খলা বিষয় নিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় লালমনিরহাট জেলা জামায়াতের আমির অধ্যাপক আতাউর রহমান বলেন, লালমনিরহাট জেলায় ৪৫০টি জামায়াতের টিম রয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় দেশের হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙচুর, অত্যাচার, নির্যাতন ও জুলুম না হয় সে জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীরা নিরাপত্তা দিয়ে আসছেন।
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বপ্নবাজ তরুণদের স্বপ্ন সাম্য, ন্যায় ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং চলমান পরিস্থিতিতে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি ফিরিয়ে আনতে পথসভা করছে জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা ও পৌর শাখা। এক সপ্তাহ ধরে গফরগাঁও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে র্যালি ও পথসভা আয়োজন করে তারা।
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার মুরাদনগর উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন ও মুরাদনগর থানা পুলিশ।

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নীলফামারীর সৈয়দপুরে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে জামায়াতে ইসলামীর নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ‘নতুন বাংলাদেশ গড়ব’ শিরোনামে স্থানীয় এক রেস্টুরেন্টে মতবিনিময় সভা হয়।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, চলমান সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে সম্মিলিত সংগ্রামী সনাতনী সমাজের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পীরগাছা (রংপুর) সংবাদদাতা জানান, রংপুরের পীরগাছা উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ঠেকাতে জামায়াতে ইসলামী উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের আলেম সমাজের সদস্যদের নিয়ে কমিটি গঠন করেছে।
আমরা আশা, করি সংখ্যালঘুদের আশ্বস্ত করার জন্য সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরাও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন- এটিই কাম্য।

 

 


আরো সংবাদ



premium cement