২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
গাজীপুরে থানা হাজতে নির্যাতনে মৃত্যুর অভিযোগ

পুলিশি তদন্ত কতটুকু গ্রহণযোগ্য হবে

-


দেশে মাঝে মধ্যেই পুলিশ হেফাজতে আটক ব্যক্তির মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশ পায়। দেশীয় মানবাধিকার সংস্থার তথ্য মতে, ২০২২ সালে দেশে পুলিশের হেফাজতে ১৫ জনের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর বিষয়ে বেশির ভাগ ক্ষেত্রে স্বজনরা অভিযোগ করে থাকেন, তাদের আপনজন ভুক্তভোগী পুলিশের নির্যাতনের কারণে মৃত্যুবরণ করেছেন।
এবার এমন একটি প্রশ্নবিদ্ধ ঘটনা ঘটেছে গাজীপুর মহানগরীর বাসন থানায়। রবিউল ইসলাম নামে এক সুতা ব্যবসায়ী পুলিশের নির্যাতনে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। রবিউলের মৃত্যু সম্পর্কে গণমাধ্যমকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: মো: মহিউদ্দিন শরীফ জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।’ সংবাদমাধ্যমে গতকাল প্রকাশিত খবর থেকে এ তথ্য জানা যায়।


নয়া দিগন্তের প্রতিবেদনে নিহতের স্ত্রী নূপুর বেগম, ছোটভাই মহিদুল ও স্থানীয়দের বরাতে উল্লেখ করা হয়েছে- গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া পেয়ারাবাগান এলাকার ভাড়া বাসায় থেকে সুতার ব্যবসায় করতেন রবিউল। গত শনিবার রবিউলসহ চারজনকে মোবাইল অনলাইনে বিট কয়েনের মাধ্যমে জুয়া খেলার অভিযোগে আটক করে বাসন থানা পুলিশ। রাতে পুলিশ থানা হাজত থেকে তিনজনকে ছেড়ে দিলেও রবিউলকে মুক্তি দেয়নি। গত মঙ্গলবার রাত ২টায় রবিউলকে থানা থেকে জামিনে ছাড়িয়ে নিতে স্ত্রী নূপুরকে খবর দিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। থানায় গেলে পুলিশ তার কাছ থেকে কয়েকটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে জানায়, তার স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে ওই রাতে ৩টায় জানতে পারেন, তার স্বামী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহতের স্ত্রী নূপুর আরো বলেন, পুলিশ নিহতের লাশ তাদের ব্যবস্থাপনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর স্বজনদের সংবাদ দেয়। পুলিশের নির্যাতনে ব্যবসায়ী রবিউলের মৃত্যু হয়েছে বলে স্ত্রী নূপুর ও প্রতিবেশীরা দাবি করেন।
এ দিকে পুলিশি নির্যাতনে ব্যবসায়ী রবিউল নিহত হয়েছেন- এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। গত বুধবার সকালে দায়ী পুলিশ সদস্যদের বিচার দাবিতে তারা লাঠি নিয়ে মিছিল বের করেন। সকাল সাড়ে ১০টায় ভোগড়া বাইপাস মোড়ে প্রথমে ঢাকা-টাঙ্গাইল ও পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ এলাকাবাসী মোড়ের ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর করেন। তারা চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও কয়েকটি গাড়িও ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ছোড়ে।


ব্যবসায়ী রবিউলের মৃত্যুর ঘটনার প্রকৃত বাস্তবতা কী তা উদ্ঘাটনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটির একজন সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো: সামসুর রহমান। অথচ তিনি রবিউল ইসলামের মৃত্যু নিয়ে গণমাধ্যমের কাছে দেয়া তার বক্তব্যে বলেছেন, বাসন থানায় এক আসামিকে আটকের পর স্বজনদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। থানা থেকে বাসায় যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় রবিউলসহ দু’জন আহত হন। তাদের হাসপাতালে নিয়ে গেলে রবিউলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এখন প্রশ্ন হলো- রবিউলের মৃত্যু সড়ক দুর্ঘটনায় না-কি পুলিশের নির্যাতনে হয়েছে, এ নিয়ে যে বিতর্কের জন্ম, সেই বিতর্কের অবসানে পুলিশের গঠিত তদন্ত কমিটি আদৌ সত্য উদ্ঘাটনে আগ্রহী হবে কি না। কারণ, গঠিত তদন্ত কমিটির এক সদস্য আগেই দাবি করেছেন, এই মৃত্যুর কারণ সড়ক দুর্ঘটনা। তা হলে এই তদন্ত কমিটির গ্রহণযোগ্যতা থাকে কিভাবে? ওই সদস্য যে তদন্তকাজে প্রভাব খাটাতে চেষ্টা করবেন না তার নিশ্চয়তা কী? তাই আমরা মনে করি, ব্যবসায়ী রবিউল ইসলামের মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশ নয়, অন্য কোনো সংস্থা দিয়ে তদন্ত করা হোক। তবেই সত্য উদ্ঘাটিত হবে বলে আশা করা যেতে পারে।

 


আরো সংবাদ



premium cement
ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : তথ্য উপদেষ্টা সিলেটে ব্যবসায়ী হত্যায় বাবাসহ ২ ছেলের মৃত্যুদণ্ড ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে নদীতে, নিহত ৩ গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জামায়াতের উদ্বেগ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য সুখবর দিলো দেশটির সরকার আইএলও বাংলাদেশকে ৩ মিলিয়ন ইউরো দেবে মাঠে নামার আগেই ইনিংস ঘোষণা বাংলাদেশের একনেকে ৬ হাজার কোটি টাকার ৫ প্রকল্পের অনুমোদন

সকল