২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
সমবায় সমিতির সুদি কারবার

প্রশাসন এসব দেখে না!

-

সহযোগী একটি দৈনিক পত্রিকার নওগাঁ জেলা বার্তা পরিবেশক জানান, এ জেলার কোনো কোনো স্থানে সুদের রমরমা কারবার চলছে। যেমন, জেলা ও উপজেলা সমবায় দফতর হতে নিবন্ধন নিয়ে মান্দায় নানা ধরনের বাহারি নামে চলছে শত শত ঋণদাতা প্রতিষ্ঠান। এরা কেউ কেউ ‘লাখোপতি’ অফারের নামে লোভনীয় প্রস্তাব দিচ্ছে। এসব সুদি কারবারির কাছে নিরীহ অনেকে জিম্মি।
আরো জানা যায়, ব্যবসায়ী ও শিক্ষকসহ ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা বিভিন্ন নামের সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে এখন সর্বস্বান্ত। তাদের মধ্যে হতদরিদ্র থেকে ক্ষুদ্র ব্যবসায়ী, অনেকে রয়েছেন। বাধ্য হয়ে অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছেন। অন্য দিকে সুদি কারবারিরা আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছেন।
জানা গেছে, মৈনম ইউনিয়নের গ্রাম দুর্গাপুরের এক ব্যক্তি সরকারের সমবায় অফিস থেকে রেজিস্ট্রেশন নিয়ে মৈনম, গয়েশপুর, ভারশোঁ এসব ইউপিতে সুদের জমজমাট কারবার খুলে বসেছেন; বেশি লাভের লোভনীয় প্রস্তাবে তার সমিতিতে টাকা জমা করতে নিরীহ মানুষজনকে প্রলুব্ধ করা হচ্ছে। ‘লাখোপতি অফার’-এর নামে সব অঞ্চলের লোকজনকে আকৃষ্ট করা হচ্ছে। অভিযোগ পাওয়া গেছে, বিভিন্ন সমবায় সমিতি মানুষকে ডিপিএস জমা দেয়ার প্রলোভন দিয়ে বহুদিন ধরে প্রতারণা করছেন। কেউ দু-তিন কিস্তি জমা দিতে ব্যর্থ হলেও তেমন চাপ দেয়া হয় না। তবে তিন-চার বছর ধরে ঋণ খেলাফের দায়ে ঋণের জন্য চড়া সুদ আদায় করা হয়। লোকজনের কথা হলো, এসব অবৈধ সমবায় সমিতির ব্যাপারে পদক্ষেপ নেয়া না হলে যেকোনো সময়ে টাকা নিয়ে হাওয়া হয়ে যেতে পারে এ ধরনের প্রতারকরা। তবে সমবায় সমিতি খুলে ঋণ দানকারীরা বলছেন, আমরা এক লাখ টাকা পর্যন্ত ব্যবসায়ের জন্য মানুষকে ঋণ দিয়ে থাকি। এ জন্য ৩০ শতাংশ সুদসহ ১০০ দিনে ১০০ কিস্তিতে ঋণ শোধ করতে হয়। আরেক অভিযুক্ত বলেছেন, উপজেলা সমবায় অফিসের নির্দেশনা মোতাবেক আমরা ঋণদানের কার্যক্রম চালিয়ে যাই। উপজেলা সমবায় অফিসার বলেন, সমবায়ের নিবন্ধন নিয়ে এনজিওর মতো কাজ করা যায় না। পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।’ মান্দার ইউএনও জানান, ‘আমি সমবায় সমিতির একাধিক শাখায় ঋণ প্রদানের বিষয়ে জানি না। দরকার হলে ব্যবস্থা নেয়া হবে’। বাস্তবতা হচ্ছে, অবিলম্বে প্রতারকদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেয়া না হলে অবস্থার অবনতি ঘটবে। তখন অনেকে প্রতারিত হবেন।


আরো সংবাদ



premium cement

সকল