বাংলাভাষী হিসেবে আমরা আনন্দিত
- ১৪ জুন ২০২২, ০০:০০
জাতিসঙ্ঘের সব ধরনের কার্যক্রমের তথ্য এখন থেকে বাংলা ভাষায়ও প্রকাশ ও প্রচার করা হবে। গত ১০ জুন শুক্রবার এ বিষয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভায়।
জাতিসঙ্ঘের দাফতরিক স্বীকৃত ভাষা ছয়টি। ইংরেজি, ফরাসি, রুশ, চীনা (ম্যান্ডারিন), আরবি ও স্প্যানিশ। এর মধ্যে দু’টি ভাষা ইংরেজি ও ফরাসি হলো জাতিসঙ্ঘ সচিবালয়ের কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট। দাফতরিক ভাষা হিসেবে স্বীকৃত উল্লিখিত ছয়টি ভাষায়ই এ যাবৎকাল এ বিশ্ব সংস্থার কার্যক্রম সম্পর্কিত সব লিখিত এবং মাল্টিমিডিয়ায় প্রকাশিত বার্তা প্রচার হয়ে আসছিল।
সর্বশেষ প্রস্তাব পাস হওয়ার পর এখন থেকে বাংলা, হিন্দি, উর্দু, ফারসি, পর্তুগিজ এবং সোয়াহিলি (স্থানীয়ভাবে যেটি কিসোয়াহিলি নামে পরিচিত) ভাষায়ও প্রকাশ করা হবে সংস্থার যোগাযোগ বিভাগের সব প্রকাশনার তথ্যাবলি।
জাতিসঙ্ঘ প্রতিষ্ঠার সময় থেকে এটি বহুভাষাভিত্তিক কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়ে এসেছে। বহুভাষার ওপর গুরুত্বদানকে যেটিকে বহুভাষাবাদ হিসেবে উল্লেখ করে, সেটিকে সংস্থার অন্যতম মূল্যবোধ হিসেবে স্বীকার করে নেয়া হয়েছে। কিন্তু ছয়টি দাফতরিক ভাষা নির্ধারণের ক্ষেত্রে ভাষার চেয়ে সংশ্লিষ্ট ভাষাভাষী জনগোষ্ঠীর রাজনৈতিক প্রভাবই গুরুত্ব পেয়েছে। দেখা গেছে, যেসব জাতি বিশ্বজুড়ে উপনিবেশ স্থাপনের মাধ্যমে নিজেদের ভাষা ছড়িয়ে দিতে পেরেছে এবং রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রভাবশালী হয়ে উঠেছে তাদের ভাষাগুলোই অগ্রাধিকার পেয়েছে। কোন ভাষায় কত মানুষ কথা বলে সেটি বিবেচ্য হয়নি। এটি বিশ্ববাসীর প্রতি এক ধরনের বৈষম্য নিঃসন্দেহে।
জনসংখ্যার দিক থেকে বাংলা বিশ্বের সপ্তম অথবা ষষ্ঠ বৃহত্তম ভাষা। বিশ্বজুড়ে অন্তত ৩৫ কোটি মানুষের মাতৃভাষা বাংলা। তারা বাংলায় কথা বলেন। তা ছাড়া বাংলা ভাষার আছে রক্তক্ষয়ী এক ইতিহাস। ভাষার অধিকার আদায়ে সর্বোচ্চ আত্মত্যাগের দৃষ্টান্ত বিশ্বের আর কোনো জাতির ইতিহাসে আছে বলে আমাদের জানা নেই। একমাত্র আমাদেরই আছে একটি ভাষাদিবস, যেটি এখন জাতিসঙ্ঘেরই একটি সংস্থার মাধ্যমে আন্তর্জাতিক ভাষাদিবস হিসেবে স্বীকৃত এবং বিশ্বের দেশে দেশে পালিত হয়ে আসছে। এটি বাংলা ভাষাভাষী বাঙালি জাতির এক মহত্তর গৌরবের বিষয়।
যাই হোক, বহুভাষাবাদের যে মূল্যবোধ তারই উজ্জীবনের স্বার্থে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ স্বীকৃতি দিয়েছে বাংলা ভাষাকে। এই স্বীকৃতি বাংলা ভাষার জন্য আরেকটি বৈশ্বিক সম্মাননা নিঃসন্দেহে। এর মধ্য দিয়ে বিশ্বের দরবারে আবারো সমাদৃত হলো বাংলা ভাষা। এই স্বীকৃতি আমাদের জন্য আনন্দের।
বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে জাতিসঙ্ঘের গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেয়ার উদ্দেশ্যে বহুভাষার প্রস্তাব পেশ করে অ্যান্ডোরা। সেই প্রস্তাবে সমর্থন জানায় ৮০টি দেশ। এর পরই শুক্রবার জাতিসঙ্ঘে প্রস্তাব গ্রহণ করা হয় এবং স্বীকৃতি পায় বাংলাসহ অন্য ভাষাগুলো।
জাতিসঙ্ঘের বিশ্ব জনসংযোগ বিভাগ গুরুত্বপূর্ণ বার্তা সরকারি ভাষার পাশাপাশি বাংলা ভাষায় প্রচার করলে বাংলাভাষী মানুষ যেমন সহজে তা বুঝতে পারবেন তেমনি এই সংস্থার কার্যক্রমের সাথে অধিকতর একাত্মতাও বোধ করবেন। এতে করে জাতিসঙ্ঘও তার লক্ষ্য অর্জনে তথা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় প্রতিটি উদ্যোগ ও কর্মসূচিতে আরো বেশিসংখ্যক মানুষকে সম্পৃক্ত করতে সক্ষম হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা