২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া

নজরদারি বাড়াতে হবে

-

আর অল্প কয়েক দিন পর পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে ঢাকায় কর্মরত বিপুলসংখ্যক পেশাজীবী প্রিয়জন-স্বজনের সাথে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ি যাবেন। এক গবেষণা প্রতিবেদন থেকে জানা যায়, ৮০ লাখ থেকে এক কোটি মানুষ কয়েক দিনের মধ্যে ঢাকা ছাড়বেন। ফলে রেল, নৌপথের চেয়েও বেশি চাপ পড়বে সড়কপথে। এ সুযোগে দূরপাল্লার বাসের ভাড়া বাড়িয়ে দিয়েছেন মালিকরা। অভিযোগ উঠেছে, ঈদ উপলক্ষে স্বাভাবিক সময়ের চেয়ে এসি বাসের ভাড়া নেয়া হচ্ছে প্রায় দ্বিগুণ।
এমনিতেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহন মালিকদের চাপে বাস ভাড়া বাড়িয়েছে সরকার। এতে এবার ঈদুল ফিতরে বাড়ি যেতে বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের। এর ওপর আবার ঈদ উপলক্ষে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে বাস-মালিকদের বিরুদ্ধে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে বিভিন্ন রুটে নির্ধারিত ভাড়ার তালিকা মানা হচ্ছে না। সংশ্লিষ্টরা ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন। এই বাস ভাড়া বেশি নেয়া হয় নানা কৌশলে। বিক্রির পর টিকিটের গায়ে নির্ধারিত মূল্য উল্লেখ করা থাকলেও বখশিশের নামে নেয়া হচ্ছে অতিরিক্ত টাকা। অথচ এবার ঈদে নতুন করে ভাড়া নির্ধারণ করা হয়নি। এ জন্য সাধারণ ভাড়া ঈদেও কার্যকর থাকবে। এটি সরকার নির্ধারিত। শুধু এসি বাস নয়, সাধারণ পরিবহনেও নেয়া হচ্ছে এখনই অতিরিক্ত ভাড়া। তবে বাস মালিকরা বলছেন, সরকার নির্ধারিত বাস ভাড়াই নেয়া হচ্ছে। তাদের দাবি, অন্য সময় নির্ধারিত ভাড়ার ওপর যাত্রীদের ছাড় দেয়া হয়। ঈদে দেয়া হয় না বিধায় অনেকের মনে হতে পারে বর্ধিত ভাড়া নেয়া হচ্ছে।
গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে আরামদায়ক সার্ভিস প্রদানের জন্য ৫১ আসনের স্থলে ৪০ আসনবিশিষ্ট বাসের সংশোধিত ভাড়ার তালিকায় দেখা গেছে, সওজ থেকে প্রাপ্ত দূরত্ব অনুযায়ী প্রতি কিলোমিটার ১.৮০ টাকা হিসেবে বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে। কিন্তু নির্ধারিত এ মূল্য তালিকা আসলে কাগজ-কলমেই সীমাবদ্ধ। বাস্তবে বিষয়টি বাংলা প্রবাদের মতো- ‘কাজির গরু কেতাবে আছে, গোয়ালে নেই’। গণমাধ্যমের খবর অনুযায়ী, ঢাকা থেকে বিভিন্ন জেলা পর্যায়ে চলাচল করা প্রতিটি পথে এসি বাসের ভাড়া ২০০-৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করা হচ্ছে। কৌতূহলোদ্দীপক হলো- বাস মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, এবারের ঈদে কোনো বাসের চালক, কাউন্টারের লোকজন যেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে। যদি কেউ অতিরিক্ত ভাড়া নেন; তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ এ সিদ্ধান্ত যে কথার কথা, তা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়।
গত দুই বছর করোনার কারণে এমনিতেই অনেকেই গ্রামের বাড়িতে ঈদ করতে যেতে পারেননি। এবার যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে মহামারী করোনার প্রভাবে বিপুল জনগোষ্ঠীর আয় কমায় তারা অর্থনৈতিক সঙ্কটে রয়েছেন। তবু পৈতৃক ভিটায় ঈদ উদযাপনের আকুতি থেকে তাদের বাড়ি যাওয়া। যাত্রীদের এই দুর্বলতার সুযোগ ষোলোআনা নিতে নানা কায়দায় এগোচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা। লক্ষণীয়, আমাদের দেশে যে কোনো উসিলায় ব্যবসায়ীরা ক্রেতাদের ঠকিয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করে অধিক মুনাফা করে থাকেন। এটি এখন দেশে একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তেমনিভাবে ঈদের সময় প্রতিবারই পরিবহনে ইচ্ছেমতো ভাড়া আদায় করা এখন সবার গা সওয়া হয়ে গেছে। এসব দেখে এ কথা বলা অসঙ্গত নয় যে, যানবাহনের ভাড়া নিয়ন্ত্রণে দেশে কোনো কর্তৃপক্ষ আছে বলে মনে হয় না। আমরা আশা করব, এবার সাধারণ মানুষের অর্থ-সঙ্কটে যেন বাস মালিক-শ্রমিকরা অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারেন; সে জন্য সরকার কঠোর নজরদারি করবে। ঈদের আগে পরে মাঠপ্রশাসন তৎপর হবে। তবেই সম্ভব হবে বাসের অতিরিক্ত ভাড়া আদায় রোধ করা।

 

 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল