বাংলায় জ্ঞানচর্চা বাড়াতে হবে
- ২১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন-সংগ্রামের বিরলতম দৃষ্টান্ত ভাষা আন্দোলন এবং একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এ দিনে ঐতিহাসিক ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুলিশের গুলিতে ঢাকার রাজপথে শহীদ হন রফিক, বরকত, সালাম, জব্বার, অহিউল্লাহ প্রমুখ তাজা প্রাণ। তাদের সর্বোচ্চ আত্মত্যাগে প্রতিষ্ঠা পায় আমাদের মায়ের ভাষা বাংলার যথাযোগ্য মর্যাদা। বর্তমানে একুশে ফেব্রুয়ারি বিশ্বজুড়ে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃত। বাংলাদেশের মতো বিশ্বের অনেক দেশেই আজ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় দিনটি উদযাপন করা হচ্ছে। আমরা আশা করছি, ৩০ কোটি মানুষের মাতৃভাষা বাংলা জাতিসঙ্ঘেরও দাফতরিক ভাষা হিসেবে স্বীকৃতি পাবে।
৭০ বছর আগের সেই ইতিহাস মুছে যাওয়ার কোনো কারণ নেই। সেই অমোচনীয় ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই, তমদ্দুন মজলিস নামে একটি নবগঠিত সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের নিরলস চেষ্টায় ভাষার মর্যাদার দাবি জনগণের মনে তিলে তিলে জায়গা করে নিচ্ছে। মানুষ সংগঠিত হচ্ছে, সোচ্চার হচ্ছে। সংগঠনটি কয়েক বছর আগে প্রতিষ্ঠিত পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকেও মর্যাদা দেয়ার দাবি তোলে। এ দাবির পক্ষে জোরালো অবস্থান নেন জ্ঞানতাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহসহ প্রথম কাতারের বুদ্ধিজীবীরা। ১৯৪৮ সালের মধ্যেই তারা রাষ্ট্রভাষার দাবি জনপ্রিয় করে তুলতে সক্ষম হন। ১৯৫২ সালের প্রথম দিকে তমদ্দুন মজলিসের এ দাবি তৎকালীন পূর্ব পাকিস্তানে ছাত্র-জনতার প্রধান দাবিতে পরিণত হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার এ দাবির গভীরতা অনুধাবনে ব্যর্থ হয়। তারা বিষয়টিকে সঙ্কীর্ণ সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে বিচার করতে এবং গণমানুষের প্রাণের দাবি অস্ত্রের জোরে দমিত করার চেষ্টা করে। বিক্ষুব্ধ ছাত্রদের মিছিলে বাধা দিয়ে ১৪৪ ধারা জারি করে স্বতঃস্ফূর্ত আন্দোলন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। সে চেষ্টা ব্যর্থ হলে একপর্যায়ে ছাত্রমিছিলে পুলিশ গুলি চালায়। দিনটি ছিল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি, তখনকার বাংলা বর্ষপঞ্জি মোতাবেক ৮ ফাল্গুন।
কেন্দ্রীয় শাসকরা বাঙালিদের ওপর উর্দু ভাষা চাপিয়ে দেয়ার চেষ্টা করেছেন। এটি ছিল এক অবাস্তব সিদ্ধান্ত। কারণ উর্দু দেশের কোনো প্রদেশের ভাষা ছিল না। অন্য দিকে বাংলা ছিল পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা। তদানীন্তন পাকিস্তানে প্রচলিত ভাষাগুলোর মধ্যে প্রায় সব বিবেচনায় বাংলাই ছিল অগ্রগণ্য। বাংলার রাষ্ট্রীয় ভাষার মর্যাদা পাওয়ার দাবি ছিল সম্পূর্ণ ন্যায়সঙ্গত।
একুশে বাংলাদেশের মানুষকে সংগ্রামী চেতনায় উজ্জীবিত করে। সেই পথ ধরেই জাতির স্বাধীনতার স্পৃহা স্ফুরিত হয়ে ওঠে। চূড়ান্ত পর্যায়ে, স্বাধীনতার দাবি জোরদার হয়। পাকিস্তান সরকারের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এটি ছিল স্বাভাবিক প্রতিক্রিয়া। ১৯৭০ সালে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করার মধ্য দিয়ে সরকারের ঔপনিবেশিক মানসিকতার চূড়ান্ত প্রকাশ ঘটে। তারই পরিণামে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনা হয়।
বাংলা আজ শুধু রাষ্ট্রভাষা নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুপ্রতিষ্ঠিত। কিন্তু জাতীয় জীবনের সর্বস্তরে এর প্রতিষ্ঠা যে হয়নি, তা অস্বীকারের কোনো উপায় নেই। ভাষার মূল চেতনা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। ‘আকাশ সংস্কৃতি’র বদৌলতে আমাদের ঘরে ঘরে শিশুরা বাংলার বদলে হিন্দিতে কথা বলতে অভ্যস্ত হয়ে উঠছে। চলছে ইংরেজির অপ্রতিরোধ্য আগ্রাসন। এর মধ্যে বাংলার মর্যাদা কিভাবে রক্ষা পাবে ভেবে দেখার দরকার আছে। বিদেশী ভাষা শেখারও প্রয়োজন আছে। সময়ের সেই প্রয়োজন আর মাতৃভাষার মর্যাদার মধ্যে ভারসাম্য রক্ষা জরুরি। শুধু বাগাড়ম্বর করে বাংলা ভাষার প্রতি ভালোবাসা দেখানোর সুযোগ নেই। মাতৃভাষাকে জীবনের সাথে মিলিয়ে নিতে বাস্তব ও কার্যকর উদ্যোগ নিতে হবে। ভাষা শহীদদের রক্তের ঋণ আমরা যেন ভুলে না যাই। জাতিসঙ্ঘের দাফতরিক ভাষা হিসেবে বাংলার স্বীকৃতি অর্জনের চেষ্টা আমাদের করতে হবে। তাহলে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলার ব্যবহারিক গুরুত্ব বাড়বে। সেটিই হতে পারে মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠার সর্বোত্তম সুযোগ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা