২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নির্বাচন কমিশন গঠন নিয়ে সার্চ কমিটি

সব পক্ষের আস্থা অর্জন দরকার

-

একটি জাতি কতটুকু অগ্রসর, সভ্য ও সুশৃঙ্খল; তা জাতীয় কর্মকাণ্ডের মধ্যেই প্রতিফলিত হয়। শাসনব্যবস্থা হিসেবে শুরু থেকে আমরা গণতন্ত্রকে বাছাই করেছি। অথচ স্বাধীনতার ৫০ বছর পর এখনো একটি সুষ্ঠু ভোটব্যবস্থা গড়ে তুলতে পারিনি। এমনকি প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন যেটুকু প্রাতিষ্ঠানিকতা পেয়েছিল একযুগে তা-ও একেবারে ভঙ্গুর, অনিয়মে ভরা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সংস্থাটির প্রধান কর্মকর্তারা যারা সংবিধান রক্ষার শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন; তারা নিজেরাই অবলীলায় শপথ ভঙ্গ করছেন। নাগরিকদের ভোটাধিকার রক্ষার বদলে হরণের কাজে উদ্যোগী হন। সর্বশেষ দেখা গেল, নির্বাচন কমিশনাররা একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িতে লেগে গেল। ভুলে ভরা সিস্টেমের পরিবর্তন না করে আমরা ফের একই প্রক্রিয়ায় নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছি। এ নিয়ে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
এর প্রধান করা হয়েছে বিচারপতি ওবায়দুল হাসানকে। সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি এস এম কুদ্দুস জামান। দু’টি সাংবিধানিক প্রতিষ্ঠান মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান রয়েছেন কমিটিতে। এ ছাড়া সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকও স্থান পেয়েছেন কমিটিতে। নির্বাচন কমিশন গঠনে পাস হওয়া আইন অনুযায়ী অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। চলতি কমিশনের প্রধান কে এম নুরুল হুদা কমিশনও একইভাবে গঠিত হয়েছিল। আগের অনুসন্ধান কমিটির একজন সদস্য নবগঠিত সার্চ কমিটিতেও আছেন। হুদা কমিশন বিদায় নিচ্ছে ব্যর্থতা অনিয়ম ও দুর্নীতির বোঝা মাথায় নিয়ে। এ অবস্থায় প্রধান কাজ ছিল নির্বাচনসংশ্লিষ্টদের সবাইকে আস্থায় নেয়া। সুষ্ঠু নির্বাচন হওয়ার পথে অন্তরায়গুলো অপসারণের উদ্যোগ নেয়া। তা না করে ত্রুটিপূর্ণ পন্থাতেই অগ্রসর হওয়ায় ভালো কোনো ফল আশা করা দুরাশা ছাড়া কিছু নয় বলেই মনে হচ্ছে।
দেশের প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি নবগঠিত অনুসন্ধান কমিটি নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ধরনের অনুসন্ধান কমিটি গঠনপ্রক্রিয়াকে সরকারের প্রতারণা বলে মন্তব্য করেছেন। বিএনপি ও এর জোট জনগণের বৃহত্তর অংশের প্রতিনিধিত্ব করে। এই রাজনৈতিক জোটের সাথে সমঝোতা ছাড়া একতরফা কমিশন গঠনপ্রক্রিয়ায় অগ্রসর হওয়া বুদ্ধিমানের কাজ নয় বলে আমরা মনে করি। অনুসন্ধান কমিটি নিয়ে সরকারও যে খুব বেশি মনোযোগী নয়, সহজেই তা বোধগম্য। চলমান ইসির পাহাড়সম ব্যর্থতার পর নতুন কমিশন গঠন নিয়ে সরকারের অত্যন্ত সচেতনতা ও সতর্কতা অবলম্বনের প্রয়োজন ছিল। বাস্তবে দেখা যাচ্ছেÑ গঠিত অনুসন্ধান কমিটিতে একজন সদস্য রয়েছেন; যিনি ক্ষমতাসীন দলের হয়ে সংসদ নির্বাচন করতে চেয়েছিলেন। তার পক্ষ থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহও করা হয়েছিল। সে হিসেবে শুরুতেই এই অনুসন্ধান কমিটি বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ হলো।
নির্বাচন কমিশনার হিসেবে কারা নিয়োগ পাবেন আইনে উল্লেখ রয়েছে। বাংলাদেশের নাগরিক ন্যূনতম ৫০ বছর বয়সী সরকারি, বিচার বিভাগ, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত পদে ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্নরা এ পদে নিয়োগ পাবেন। সম্ভবত যোগ্যতা নিয়ে কোনো নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ ওঠেনি। মূলত অভিযোগ হচ্ছে; পক্ষপাতহীন ও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করা নিয়ে। হুদা কমিশন দেখিয়ে দিয়েছে কিভাবে নির্বাচনব্যবস্থা অধঃপাতে নেয়া যায়। এটা করা হয়েছে একচেটিয়া সরকারি দলকে সুবিধা দিতে গিয়ে। তবে বর্তমান ইসি স্বেচ্ছায় সরকারি দলকে এ সুযোগ করে দিয়েছেন; নাকি সরকারের চাপে নতি স্বীকার করেছেন সেই প্রশ্ন থেকেই যায়। ফলে ইসি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চরম আস্থাহীনতা বিরাজ করছে। এই আস্থাহীনতা দেশের শাসনব্যবস্থাকে আরো কত অধঃপাতে নিয়ে যায়; তা বলা মুশকিল। তবে সরকার ও বিরোধী রাজনৈতিক শক্তি মিলে চলমান সঙ্কটের উত্তরণ ঘটানো অসম্ভব নয়। এক্ষেত্রে সরকারের উচিত; সব পক্ষের সাথে কার্যকর আলোচনায় বসা। এরপর চলতি সঙ্কটের পথ বাতলানো। গণতন্ত্রকে জায়গা মতো উঠাতে সমঝোতার ভিত্তিতে অগ্রসর হওয়া। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রাধান্য দেয়াই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত ।

 


আরো সংবাদ



premium cement
চিন্ময়ের গ্রেফতারে কুমিরের কান্না কাঁদছে শেখ হাসিনা : রিজভী কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত শ্রম কমিশনের অগ্রাধিকার দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা : তারেক রহমান অনলাইনে সিম সেবা চালু করেছে টেলিটক ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ শাহবাগ থানা সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই রাখার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সাঁথিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা সিলেটে পরকীয়া প্রেমিকসহ ৩ জনের মৃত্যুদণ্ড আমাদের বড় চ্যালেঞ্জ রাজনৈতিক সঙ্কট : শিবির সভাপতি

সকল